হোম > রাজনীতি

মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আ.লীগ নেতা গুরুতর জখম

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আওয়ামী লীগের এক নেতা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত মাহফুজুর রহমান তুষার (৬০) শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি দাইরপোল থেকে রিকশা-ভ্যানে করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ৮-১০ জন ধারালো দা এবং লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে জখম করে রাস্তায় ফেলে গেলে পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে।

মাহফুজুরের ভাই মিয়া মোখলেছুর রহমান দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলমের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদ্দুসসহ ৮-১০ জন এই হামলা চালান। মোখলেছুর এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানতে চাইলে আশরাফুল বলেন, ‘রাজনৈতিক বিরোধের কারণে তাঁর (মাহফুজুর) ওপর হামলা হতে পারে। তবে সেখানে আমার পরিবারের ঘনিষ্ঠ কেউ উপস্থিত ছিল না।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলি বলেন, ‘হামলার পর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত এর তদন্ত চলছে।’

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা