হোম > রাজনীতি

২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল: নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল। তারা আমাদের অশান্তিতে রাখতে চায়, সে জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের মোকাবিলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

আজ শনিবার মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নানক। 

সমাবেশে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ২৮ অক্টোবর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি। সেদিন বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হয়েছিল। জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে মেট্রোরেলের উদ্বোধনে জয় জয়কার। এই আনন্দের মহাযাত্রায় আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার করবে আওয়ামী লীগ।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, অগ্নি-সন্ত্রাস ও পুলিশের ওপর হামলা করে বিএনপি প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী দল। তাদের প্রতিরোধ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, আনোয়ার হোসেন প্রমুখ। যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম