হোম > রাজনীতি

সরকার নিরপেক্ষ থাকতে পারছে না: মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করব, অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখবে। দেশে যে সংকট আছে, সেই সংকট নিরসনে তারা কাজ করবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেভাবে নিশ্চিত হতে পারছি না যে সেই প্রত্যাশাগুলো পূরণ হবে।’

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘একটা নির্বাচন, ১৫ বছর যা থেকে জনগণ বঞ্চিত...নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে, এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা থাকে, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হয়।’

বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমাদের অবশ্যই দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত।’

শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের স্বাধীনতার যে আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন