নৌ-দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ওবায়দুল কাদের শীতলক্ষ্যা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় যাত্রীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসাসেবা দিতে যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করেন।
পরবর্তী সময়ে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।