নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে গণফোরাম। ইমেরিটাস সভাপতি হিসেবে রয়েছেন ড. কামাল হোসেন।
আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, অ্যাডভোকেট নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল ও কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন।