হোম > রাজনীতি

এক দিন বিরতি দিয়ে আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন। এর মধ্যেই দলটি তৃতীয় দফা অবরোধের ডাক দিয়েছে। এবার এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।  

বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে এই দুই দিনের অবরোধ পালনের আহ্বান জানান।

বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।’ 

তিনি আরও বলেন, ‘মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম