হোম > রাজনীতি

সরকারের পতনই দেশের সব সমস্যা সমাধানের একমাত্র পথ: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ দেশের বিরাজমান সব সমস্যা সমাধানে সরকারের পতন ঘটানোই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই পথে অগ্রসর হতে দলীয় নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘আজকে একটিমাত্র পথ, এই সরকারের পতন। এই অনিবার্য পতনকে নিশ্চিত করতে হবে।’

বিএনপি নেতা বলেন, ‘পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তনও অনিবার্য। পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে। সেদিন আর বেশি দূরে নয় এবং সেই কাজটি যথাসময়ে ঘটাতে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে মার না খাই, সে জন্য আমাদের চোখ-মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই। সামনে বাড়ার সুযোগ আছে। আমরা সাহস করে সামনে বাড়ালে ওরা (সরকার) গুলি করার সাহস পাবে না। কারণ তাদের প্রতিরোধ করার শক্তি নেই।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম প্রমুখ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর