হোম > রাজনীতি

মধ্যরাতে কাকরাইলে নির্মাণাধীন ভবন থেকে বিএনপির প্রায় ২০০ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলে জমজম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন থেকে বিএনপির প্রায় দুই শ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ। 

তাঁর দাবি, সেখান থেকে লাঠিসোঁটা,ভাঙা ইট, ককটেল ও চাল-ডালের বিপুল মজুত জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালায় ডিবি। অভিযান শেষে কাকরাইল মোড়ে ওই ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ।

হারুন অর রশিদের দাবি, নির্মাণাধীন ওই ভবনে সন্দেহভাজন লোকসমাগমের খবর পেয়ে অভিযান চালায় ডিবি। এ সময় পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করেন বিএনপি কর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।  

ডিবি প্রধান দাবি করেন, এরপর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক করা হয় বিএনপির ১৮৪ নেতা-কর্মীকে। আটকদের রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাত ৩টা পর্যন্ত তাঁদের থানায় হস্তান্তর করা হয়নি।

ডিবি প্রধান হারুণ বলেন, 'আমরা পরবর্তীতে সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগে ব্যবহৃত পুরোনো দুটি গাড়ি, প্ল্যাকার্ড, খাবার রান্নার সরঞ্জাম, অনেক লাঠিসোঁটা, রড এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি।'

অভিযানের সময় ঘটনাস্থলে পুলিশের দুটি ভ্যান দেখা যায়। পরে আটকদের সারিবদ্ধভাবে সেই ভ্যানে ওঠানো হয়। অভিযানে ডিবি পুলিশের তিন বিভাগের ডিসিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জমজম গ্রুপের মালিক মোবাশ্বের আলম ভূঁইয়া। নির্মাণাধীন ভবনটি তাঁরই। তিনি কুমিল্লা থেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী।

শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। সন্ধ্যা গড়াতেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও কোনো উত্তেজনা চোখে পড়েনি।

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, রাতে শুধু পল্টন এলাকাতেই ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা