নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচালনার কাজে যুক্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রাকৃতিক কারণঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট, ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৫ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সব কটি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
সৌর ব্যতিচার হলো সৌরজগতের গ্রহ-নক্ষত্রের নিয়মিত পরিক্রমায় কখনো সূর্য স্যাটেলাইটের খুব কাছাকাছি অবস্থানের কারণে এর রশ্মি সরাসরি স্যাটেলাইটের ওপর পরে। ফলে সাময়িকভাবে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল আসায় বিঘ্ন ঘটে।