Ajker Patrika
হোম > বিজ্ঞান

পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গের আয়তন ও ওজন জানালেন বিজ্ঞানীরা 

অনলাইন ডেস্ক

পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গের আয়তন ও ওজন জানালেন বিজ্ঞানীরা 

পৃথিবীতে থাকা সবচেয়ে বড় আইসবার্গের আয়তন ও ওজন কত হতে পারে? এ নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা সেই কৌতূহল নিবৃত্ত করার চেষ্টা করেছেন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিশেষ মহাকাশযান ক্রায়োস্যাট-২-এর বিশেষ রাডারের সাহায্যে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে বিজ্ঞানীরা এ২৩এ নামে ওই আইসবার্গের আয়তন ও ওজন সম্পর্কে আনুমানিক তথ্য বের করেছেন।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের তথ্যের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ২৩এ নামে ওই আইসবার্গের আয়তন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আয়তনের তিনগুণ। 

এ২৩এ ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়। কিন্তু বিচ্ছিন্ন হলেও সেটি বেশি দূর যেতে পারেনি। কারণ, আইসবার্গটির নিচের অংশ স্থানীয় সমুদ্রের নিচের পৃষ্ঠের সঙ্গে গেঁথে যায়। সম্প্রতি সেই আইসবার্গ বন্ধনমুক্ত হয়ে আবারও বিচরণ করতে শুরু করেছে। তবে এত দিন বিজ্ঞানীরা এই আইসবার্গের ওজন কত হতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানতেন না।

কিন্তু ক্রায়োস্যাট-২ মিশনের রাডার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, এ২৩এ আইসবার্গটির ওজন প্রায় ১ ট্রিলিয়ন টন বা ১ লাখ কোটি টন বা প্রায় ১০ কোটি কেজি। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক অ্যান্ডি রিডাউট বলেন, ‘বিগত এক দশক ধরে আমরা দেখছি যে, এই আইসবার্গ প্রতিবছর আড়াই মিটার বা প্রায় ৮ ফুট পরিমাণ ক্ষয়ে যাচ্ছে। মূলত ওয়েডডেল সাগরে পানির উষ্ণতা বাড়ার কারণেই এমনটা হচ্ছে।’

তবে আইসবার্গটি বাতাসের ধাক্কায় নাকি সাগরের পানির স্রোতে বয়ে যাচ্ছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি গবেষকেরা। বর্তমানে আইসবার্গটি অ্যান্টার্কটিকা মহাদেশের প্রান্তের কাছাকাছি অবস্থান করছে, যেখানে অনেকগুলো স্রোত এসে মিলিত হয়েছে।

প্লাস্টিক বর্জ্য থেকে মূল্যবান বস্তু বানালেন বিজ্ঞানীরা

মস্তিষ্কে সিলিকন চিপ, ভিডিও গেমে বন্ধুদের হারিয়ে দিচ্ছে পক্ষাঘাতগ্রস্ত নোলান্ড

ভিড়ের দুই প্রান্তে থেকেও কথা বলা যাবে একান্তে, প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কি সম্ভব, বিজ্ঞান কী বলে

গুণমান বজায় রেখে ডিম সিদ্ধের সঠিক পদ্ধতি জানালেন বিজ্ঞানীরা

১৩৪০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সিতে অক্সিজেন খুঁজে পেলেন বিজ্ঞানীরা

মহাকাশে কেন ঊর্ধ্বমুখী ছিল সুনিতার চুল

অ্যান্টার্কটিকার বরফের নিচে কী লুকানো আছে, নতুন মানচিত্র উন্মোচন করলেন বিজ্ঞানীরা

মহাকাশে দীর্ঘ সময় থাকায় শারীরিক কী ক্ষতি হতে পারে সুনিতাদের?

সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসার কত খরচ হলো