২০৩০ সালের মধ্যে টিকার মাধ্যমে ক্যানসার নিরাময় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবং ওজলেম টুরেচি দম্পতি। গতকাল রোববার বিবিসির এক সাক্ষাৎকারে টুরেচি বলেছেন, ‘এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে বায়েএনটেক উৎপাদিত কোভিড ভ্যাকসিনগুলোর জৈব-রাসায়নিক গঠন পরিবর্তনের মাধ্যমে ক্যানসার নিরাময় সম্ভব হতে পারে।’
সাক্ষাৎকারে এই গবেষক দম্পতি আরও বলেন, ‘এমআরএনএ ভিত্তিক কোভিড ভ্যাকসিন শরীরে কোভিড ভাইরাসের ক্ষতিকারক স্পাইক প্রোটিনের জেনেটিক নির্দেশনা বহন করে। দেহের রোগপ্রতিরোধী কোষগুলো সেই নির্দেশনা কাজ করে।’
এ বিষয়ে বায়োএনটেকের প্রধান মেডিকেল কর্মকর্তা ওজলেম টুরেচি বলেন, ‘এই একই পদ্ধতি আমরা ক্যানসার নিরাময়ে ব্যবহার করতে পারব বলে আশাবাদী। ভ্যাকসিনে ভাইরাস শনাক্তকারী নির্দেশাবলির পরিবর্তে শরীরের ভেতরে ক্যানসারের কোষ বা টিউমার শনাক্তকারী জেনেটিক নির্দেশাবলি অনুপ্রবেশ করানোর মাধ্যমে ক্যানসার নিরাময় সম্ভব হতে পারে।’
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনা মহামারি আঘাত হানার আগে থেকেই বায়োএনটেক এমআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। বর্তমানে তাদের বেশ কয়েকটি ক্যানসারের টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।