হোম > বিজ্ঞান

উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হলো জাপানের প্রথম বেসরকারি রকেট

অনলাইন ডেস্ক

উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগ স্পেস ওয়ানের স্যাটেলাইট বহনকারী রকেট। সলিড ফুয়েলে পরিচালিত এই কাইরোস রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই বিস্ফোরিত হয়। এর ফলে জাপানের প্রথম বেসরকারি রকেট উদ্যোগ ব্যর্থ হয়ে গেল।

জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরই এটি বিস্ফোরিত হয়। 

ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটি বিস্ফোরিত হয়। এই রকেটটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। 

ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো সাংবাদিকদের বলেছেন, ব্যর্থতার পরও এই উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল। 
 
এর আগে, গত শনিবার এই রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এর উৎক্ষেপণ বাতিল করা হয়। সেদিন উৎক্ষেপণের মাত্র ১০ মিনিট আগে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় নিরাপত্তাজনিত কারণে সেই উৎক্ষেপণ বাতিল করা হয়। 

স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। কিন্তু তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় উৎক্ষেপণ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

কক্ষপথে পৌঁছাল ‘নিউ গ্লেন’ রকেট

মৃত্যুর পর আবারও বেঁচে ওঠার সুযোগ ২ কোটি ৪০ লাখ টাকায়

পৃথিবীর দিকে ছুটে আসছে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল থেকে শক্তিশালী বিকিরণ

অবশেষে কক্ষপথে পৌঁছাল বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট

চাঁদে ভ্যাকুয়াম ক্লিনার কেন পাঠাচ্ছে নাসা

‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ স্থগিত করল জেফ বেজোসের ব্লু অরিজিন

গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

উৎক্ষেপণের জন্য প্রস্তুত বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট, যে কাজে ব্যবহৃত হবে

শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয় যে কারণে

সেকশন