আজকের পত্রিকা ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুরের ভ্রূণ বেড়ে ওঠার দাবি করেছেন জাপানের একদল বিজ্ঞানী। এর ফলে ভবিষ্যতে মহাকাশে মানুষের প্রজননও সম্ভব হবে মনে করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
ইউনিভার্সিটি অব ইয়ামানাশির অ্যাডভান্সড বায়োটেকনোলজি সেন্টারের অধ্যাপক তেরুহিকো ওয়াকায়ামা এবং জাপান অ্যারোস্পেস এজেন্সির (জেএএক্সএ) একদল গবেষক এ গবেষণা করেন। গবেষকেরা ২০২১ সালের আগস্টে রকেটে করে হিমায়িত ভ্রূণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন। চার দিন ধরে স্টেশনে সেগুলোর বিকাশ পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানীরা বলছেন, ‘খুব কম মাধ্যাকর্ষণ অবস্থার মধ্যেও ভ্রূণগুলো বিকশিত হয়।’
গত শনিবার বৈজ্ঞানিক জার্নাল আইসায়েন্স-এর অনলাইনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।