হোম > বিজ্ঞান

চাঁদে জেগে উঠেছে জাপানের মুন স্নাইপার, আবার শুরু মিশন

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে এক সপ্তাহ বন্ধ ছিল চাঁদে অবতরণকারী জাপানের মনুষ্যবিহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম বা ‘মুন স্নাইপার’ । সেটি আবার কাজ শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) বলেছে, তারা গতকাল রোববার ল্যান্ডারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পেরেছে। এতে ত্রুটি ঠিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

জাক্সা বলছে, আলোর উৎস অর্থাৎ, সূর্যের অবস্থানের পরিবর্তনের পরে ল্যান্ডার স্লিমের সৌরকোষগুলো আবার কাজ করছে। গত ২০ জানুয়ারি চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণের সময় থেকেই স্লিমের সৌরবিদ্যুৎব্যবস্থা কাজ করেনি। চন্দ্রযানটির সৌরকোষগুলো সূর্য থেকে আড়ালে থাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

সূর্যালোকের কোণ পরিবর্তিত হলে সৌরবিদ্যুৎব্যবস্থা আবারও কাজ করতে পারে—এমন সম্ভাবনা সামনে রেখে ব্যাটারিতে সঞ্চিত চার্জে কয়েক ঘণ্টা চলার পর চন্দ্রযানটিকে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাক্সা।

সৌরবিদ্যুৎব্যবস্থায় সমস্যা প্রসঙ্গে জাক্সার প্রধান হিতোশি কুনিনাকা বলেছিলেন, চাঁদে সৌরকোণ পরিবর্তিত হলে সূর্যের আলো অন্যদিক থেকে আসে। সেই আলোয় চার্জ হতে পারে যানটির সৌরবিদ্যুৎব্যবস্থা।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে চাঁদে স্লিমের তোলা পাথরের একটি ছবি পোস্ট করেছে জাক্সা। চাঁদের সেই পাথরের নাম দেওয়া হয়েছে ‘টয় পুডল’। জাক্সা জানিয়েছে, ল্যান্ডারটি চাঁদের সৃষ্টি সম্পর্কে সূত্র খুঁজতে পাথরের গঠন বিশ্লেষণ করবে।

চাঁদে মুন স্নাইপারের সফল অবতরণের মাধ্যমে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ইতিহাস গড়েছে জাপান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পর চাঁদে অবতরণের তালিকায় যুক্ত হলো জাপানের নাম।

স্লিম দুটি ছোট রোভার (অমসৃণ জমিনে চলাচল ও অনুসন্ধানের কাজ করা যন্ত্র) নিয়ে গেছে। জাক্সার তথ্যমতে, রেকর্ড করা ডেটা ঠিকঠাক মতো পাঠানো এটাই নির্দেশ করে যে চাঁদের মাটি স্পর্শের আগে রোভারগুলো সফলভাবে মুক্ত করতে সক্ষম হয়েছিল স্লিম।

চাঁদের জন্ম, বিবর্তন নিয়ে তুলে আনা অনেক নতুন তথ্যের ভিত্তিতে চাঁদের ইতিহাস নিয়ে গবেষণার জন্য পাঠানো হয়েছে মুন স্নাইপার। ইনফ্রারেড (অবলোহিত) ক্যামেরা দিয়ে চাঁদের বুকে ছবি তুলবে রোভার। তবে এই অনুসন্ধান এবং এর ফলাফল সম্পর্কে জানতে কত দিন লাগতে পারে, তা অনিশ্চিত।

গত বছরের ৭ সেপ্টেম্বর স্লিমের সফল উৎক্ষেপণ করেছিল জাপান। গত ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা।

এর আগে গত বছরের ২৩ আগস্ট সন্ধ্যায় ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে এবং প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার গৌরব অর্জন করে ভারত।

তবে ৪ সেপ্টেম্বর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়ে’। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যাস্তের কারণে সেটি শক্তির উৎসের অভাবে কর্মক্ষমতা হারায়। এই অঞ্চলে পৃথিবীর ১৪ রাতের সমান সময় অন্ধকার থাকে। ২২ সেপ্টেম্বরের দিকে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান স্লিপিং মুড থেকে জেগে উঠতে পারে বলে আশা করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। তবে সেটি আজও জাগেনি।

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

কক্ষপথে পৌঁছাল ‘নিউ গ্লেন’ রকেট

মৃত্যুর পর আবারও বেঁচে ওঠার সুযোগ ২ কোটি ৪০ লাখ টাকায়

পৃথিবীর দিকে ছুটে আসছে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল থেকে শক্তিশালী বিকিরণ

অবশেষে কক্ষপথে পৌঁছাল বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট

চাঁদে ভ্যাকুয়াম ক্লিনার কেন পাঠাচ্ছে নাসা

‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ স্থগিত করল জেফ বেজোসের ব্লু অরিজিন

গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

উৎক্ষেপণের জন্য প্রস্তুত বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট, যে কাজে ব্যবহৃত হবে

শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয় যে কারণে

সেকশন