অনলাইন ডেস্ক
নক্ষত্রের জন্মকালীন অবস্থার ছবি প্রকাশ করল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ছবিতে দেখা যায় মহাকাশে মেঘ দিয়ে তৈরি হয়েছে বালিঘড়ির অবয়ব। মহাকাশ মেঘ মূলত বিভিন্ন গ্যাস, প্লাজমা এবং মহাকাশের ধুলোর সমন্বয়ে তৈরি হয়।
মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এবং ইউরোপিয়ান মহাকাশ সংস্থা গত বুধবার এক বিবৃতিতে জানায়, “রঙিন এই মেঘগুলো দেখা সম্ভব শুধুমাত্র ‘ইনফ্রারেড’ আলো দ্বারা।
জেমস ওয়েবের ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরা’ দিয়ে ছবি তোলায় আমরা এই মেঘ গুলো দেখতে সক্ষম হয়েছি। ”
নক্ষত্রটি ‘প্রটোস্টার এল ১৫২৭’ নামে পরিচিত। পুরোপুরি নক্ষত্রে পরিণত হতে এখনো অনেক সময় বাকি এটির। নক্ষত্রটির বয়স মাত্র ১ লাখ বছর। একটি নক্ষত্র পুরোপুরি গঠিত হতে সময় নেয় আনুমানিক ১ কোটি বছর। তবে নক্ষত্রের আকার অনুসার এই সময়ের কম বেশি হতে পারে।
জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।