হোম > বিজ্ঞান

বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে রকেটের জ্বালানি তৈরির ঘোষণা ইলন মাস্কের

বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে রকেটের জ্বালানি তৈরির নতুন কর্মসূচি হাতে নিয়েছে স্পেসএক্স। মার্কিন এ রকেট নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক আজ মঙ্গলবার এক টুইটে এ ঘোষণা দিয়েছেন। 

তিনি লিখেছেন, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ এবং সেটিকে রকেটের জ্বালানিতে রূপান্তরের একটি কর্মসূচি হাতে নিয়েছে স্পেসএক্স। আগ্রহীরা যুক্ত হতে পারেন। 

এর পরের টুইটেই ইলন মাস্ক বলেছেন, এটি মঙ্গলের জন্যও গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য, মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মঙ্গলে পৌঁছানোর জন্য বিশ্বের বৃহত্তম মহাকাশযান স্টারশিপ বানাচ্ছে তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স। এরই মধ্যে এই রকেটের সফল উৎক্ষেপণও সম্পন্ন হয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলের বুকেই রকেটের জ্বালানি উৎপাদন প্লান্ট স্থাপন করা হবে। ফলে সেখান থেকে ফিরে আসার জন্য জ্বালানি সংকটের কোনো আশঙ্কা থাকবে না। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানাচ্ছেন, মঙ্গলের বায়ুমণ্ডল গঠিত হয়েছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। এই বায়ুমণ্ডল থেকেই স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপের জ্বালানি হিসেবে উৎপাদন করা হবে মিথেন এবং তরল অক্সিজেন। এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন ইলন মাস্ক।

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ