Ajker Patrika
হোম > বিজ্ঞান > গবেষণা

কোষ থেকে এইচআইভি নির্মূলে সফল হলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

কোষ থেকে এইচআইভি নির্মূলে সফল হলেন বিজ্ঞানীরা

সংক্রমিত কোষ থেকে সফলভাবে এইচআইভি ভাইরাস নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। নোবেলজয়ী ক্রিসপার জেন-এডিটিং প্রযুক্তি ব্যবহার করে এই সফলতা এসেছে বলে জানিয়েছেন তাঁরা। এই প্রযুক্তির সাহায্যে কোষের আণবিক স্তরে ডিএনএকে অনেকটা কাঁচির মতো কেটে ফেলা যায়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার এই পর্যায়ে শরীর থেকে ভাইরাসটিকে সম্পূর্ণরূপে অপসারণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রক্রিয়াটি নিরাপদ কি-না তা পরীক্ষা করার জন্যও আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পৃথিবীতে এখন পর্যন্ত এইচআইভি ভাইরাসের যেসব ওষুধ পাওয়া যায় সেগুলো এই ভাইরাসের কার্যক্রমকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখতে পারে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না। 

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি একটি মেডিকেল কনফারেন্সে তাদের প্রাথমিক ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেছে। সফলতার বিষয়টিকে তাঁরা শুধুমাত্র একটি প্রাথমিক অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। এর মানে এই নয় যে—শিগগিরই এইচআইভি ভাইরাস নিরাময় সম্ভব হবে। 

এই গবেষণার বিষয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টেম-সেল এবং জিন-থেরাপি প্রযুক্তির সহযোগী অধ্যাপক ডক্টর জেমস ডিক্সন মত দিয়েছেন, ফলাফলগুলো এখনো অনেক যাচাই-বাছাই করা প্রয়োজন। 

এইচআইভি আক্রান্ত বেশির ভাগ মানুষের আজীবন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির প্রয়োজন হয়। যদি একজন এইচআইভি রোগী নির্ধারিত ওষুধ খাওয়া বন্ধ করে দেয়—তাহলে সুপ্ত ভাইরাস আবার জেগে উঠতে পারে এবং সমস্যার কারণ হতে পারে।

অতিকায় ম্যামথ ফিরিয়ে আনার মিশনে জন্ম নিল লোমশ ইঁদুর

নিকোটিন বা অ্যালকোহলের মতো আসক্তি তৈরি করে স্মার্টফোন: গবেষণা

৩৬০ কোটি বছর আগে সমুদ্র ছিল মঙ্গলে, উপকূলরেখা শনাক্ত করল চীনা যান

১১ হাজার বছর পর আবার বরফে ঢেকে যাবে পুরো পৃথিবী: গবেষণা

পদার্থবিজ্ঞানের ২০০ বছরের পুরোনো ধাঁধা সমাধানে বিরল অগ্রগতি

পৃথিবীর গভীরে লুকিয়ে ‘অতিকায় মহাদেশ’, নতুন রহস্য উন্মোচন

চাঁদে অক্সিজেন তৈরির চেষ্টা প্রকৌশলীদের

মানুষের মূত্র থেকে উৎপাদিত হবে সার

মহাকাশের দুটি ভিন্ন স্থান থেকে এসেছে রহস্যময় ‘ফাস্ট রেডিও বার্স্ট’

গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা