হোম > খেলা

অলিখিত ফাইনালের আগে শ্রীলঙ্কার দুঃসংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। আজ সেই সুযোগ রয়েছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে জয়ের সুযোগের ম্যাচে বাংলাদেশের জন্য সুখবরও আছে।

বাংলাদেশের জন্য সুখবর হলেও শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ। চোটের কারণে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না মাতিশা পাথিরানার। ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত এই পেসার হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোট পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পান পাথিরানা। নিজের চতুর্থ ওভার করতে এসে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এতে নিজের ওভারও শেষ করতে পারেননি। তাঁর মতোই সেদিনের ম্যাচে ছিটকে গেছে শ্রীলঙ্কাও। প্রতিপক্ষকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা।

ছিটকে যাওয়ার আগে অবশ্য দুর্দান্ত বোলিং করেছিলেন পাথিরানা। ৩.৪  ওভারে ২৮ রানে বাংলাদেশের ২ উইকেটই নিয়েছিলেন ২১ বছর বয়সি পেসার। সিরিজের প্রথম ম্যাচেও অবশ্য পেশিতে টান পেয়েছিলেন পাথিরানা। সেদিন প্রাথমিক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত খেলেছিলেন। তবে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাঁকে। তাঁর বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পাথিরানাকে না পেলেও দলের নিয়মিত অধিনায়ককে আজ পাচ্ছে শ্রীলঙ্কা। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিষেধাজ্ঞা শেষ হওয়া আজ সিলেটে অলিখিত ফাইনালে শ্রীলঙ্কাকে তিনিই নেতৃত্ব দেবেন।

অ্যাশেজ হার ঠেকাতে ইংল্যান্ড একাদশে আছেন কারা

পান্ডিয়ার অনন্য ডাবল, ফর্মে ফেরার বার্তা দিলেন সূর্য

‘একদম শোয়াই ফেলব’ শান্তর হুঙ্কারের জবাব দিলেন মিরাজও

অভিষেকে খরুচে তাসকিন, স্বরূপে ফিরলেন মোস্তাফিজ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, দেখবেন কোথায়

‘আপনাদের পার্সোনাল অ্যাজেন্ডা থাকতে পারে, তবে খেলা যেন সময়মতো মাঠে গড়ায়’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত