Ajker Patrika
হোম > খেলা

শচীন-দ্রাবিড়-লক্ষ্মণদের অবসর ভাতা দ্বিগুণ করল ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক

শচীন-দ্রাবিড়-লক্ষ্মণদের অবসর ভাতা দ্বিগুণ করল ভারতীয় বোর্ড

আগে থেকেই ভারতের সাবেক ক্রিকেটাররা অবসর ভাতা পেয়ে আসছিলেন। রেকর্ড মূল্যে আইপিএলের টিভিস্বত্ব বিক্রির পর সেটি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা। 

প্রথম শ্রেণির ক্রিকেটারদের আগে অবসর ভাতা যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা, যারা পেতেন ৩৭৫০০ রুপি; নতুন নিয়মে তারা পাবেন ৬০০০০ রুপি ৷ আর আগে যাদের অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে। 

নারী ক্রিকেটাররা, যারা এত দিন ৩০০০০ ভারতীয় রুপিতে পেয়েছেন, তারা এখন ৫২৫০০ রুপি পাবেন। প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা ২০০৩ সালের আগে অবসর নিয়েছেন তারা এত দিন ২২৫০০ রুপি পেয়েছিলেন, এখন তারা পাবেন ৪৫০০০ রুপি। 

অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’ 

এ নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’

খেলা সম্পর্কিত পড়ুন:

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার