ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাংলাদেশ দলের হয়ে আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারে তাঁকে পাওয়া যাবে কি না, সে ব্যাপারেও পরিষ্কার কোনো ধারণা নেই।
এদিকে আজ থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগ। যেখানে আজ বাংলা টাইগার্সকে নেতৃত্ব দেবেন সাকিব। ভক্তদের মনে হয়তো প্রশ্ন—সাকিবকে জাতীয় দলের জার্সিতে আবার কবে দেখা যাবে? গতকাল টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিল ‘প্রেস মিট’। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবকে, জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পাব আপনাকে?
সাকিবের হাস্যোজ্জ্বল জবাব, ‘এই টুর্নামেন্টের পরে! এখন এই টুর্নামেন্টে পুরো ফোকাসড করছি।’ আজ রাতে টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ স্যাম্প আর্মি। আগামী ২ ডিসেম্বরে শেষ হয়ে যাবে টি-টেন লিগ।
৮ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। চাইলে ৫০ ওভারের সিরিজ খেলার সুযোগ আছে সাকিবের। কাল অ্যান্টিগায় শুরু হচ্ছে প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আজকের খেলা
ক্রিকেট
আবুধাবি টি-টেন লিগ
লিগ পর্ব: উদ্বোধনী ম্যাচ
আজমান বোল্টস-টিম আবুধাবি
বিকেল ৫টা ৩০ মি., সরাসরি
স্টার স্পোর্টস ৩ ও টি স্পোর্টস
বাংলা টাইগার্স-স্যাম্প আর্মি
সন্ধ্যা ৭টা ৩০ মি., সরাসরি
টি স্পোর্টস
টেনিস
ডেভিস কাপ
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
বেলা ৩টা, সরাসরি
সনি টেন ৫
ইতালি-আর্জেন্টিনা
রাত ১০টা, সরাসরি
সনি টেন ৫