১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরেই সিরি-‘আ’ জিতেছিল নাপোলি। ৩৩ বছর পর গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই আনন্দের উপলক্ষ্য। উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি-‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। প্রায় আড়াই বছর আগে না ফেরার দেশে চলে গেলেও নাপোলি ভক্তরা গতকাল স্মরণ করেছে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে।