ক্রীড়া ডেস্ক
দুজনেই দুই ভুবনের বাসিন্দা। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। আর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার তো বটে, বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন। হঠাৎ যদি তাঁরা নিজেদের ভূমিকা পাল্টে ফেলেন, যে কেউ একটু অবাক হবেন বৈকি।
মজাচ্ছলে সেটিই করলেন জোকোভিচ ও স্মিথ। ১৪ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে শীর্ষ বাছাই জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনাকে ক্রিকেট পিচ বানিয়ে দাঁড়ালেন ব্যাট হাতে।
ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জোকোভিচ প্রথম বল ব্যাটেই লাগাতে পারেননি। তবে দ্বিতীয় বলেই ব্যাট ফেলে দিয়ে র্যাকেট দিয়ে ‘ছক্কা’ হাঁকান। সেটি দেখে নিজে তো হেসেছেন, হাসিয়েছেন উপস্থিত দর্শকদেরও। ভক্ত-সমর্থকদের কাছে নামটি যে তাঁর ‘জোকার’, সেটি যেন আরেকবার মনে করিয়ে দিলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান।
এই ইভেন্টে শুধু ক্রিকেটই খেলেননি জোকোভিচ। সেন্টার কোর্টে আমেরিকান পেশাদারি বাস্কেটবল তারকা অ্যালান উইলিয়ামসের সঙ্গে বাস্কেটবলও খেলেছেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্প্রিন্টার পিটার বল। পরে স্মিথের সঙ্গে জোকোভিচ খেলেছেন টেনিস।
আজ রাতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। শীর্ষ বাছাই জোকোভিচ প্রথম রাউন্ডে পেতে পারেন কোয়ালিফায়ারের কাউকে। আর তৃতীয় রাউন্ডে পেতে পারেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক অ্যান্ডি মারেকে। রেকর্ড ১০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকোভিচ।