হোম > খেলা

ধর্মঘটের পথে রেফারিরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেফারিং নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্যে কঠিন পদক্ষেপের পথে হাঁটছেন রেফারিরা। পরশু লিগের ম্যাচ মাঠে না নামার সিদ্ধান্ত তাঁদের।

শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টিতে হারের পর সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে লাথি মারার অভিযোগ করেছিলেন রেফারিরা। এরই মধ্যে রেফারিদের মান নিয়ে কাজী সালাউদ্দিনের একটি মন্তব্য জ্বেলেছিল বিতর্কের আগুন। সেই বিতর্কে এবার ঘি ঢেলেছে সালাউদ্দিনের সাক্ষাৎকার। 

আজ আজকের পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন বলেছেন, রেফারিদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ও তাদের পারিশ্রমিক ৩০০ গুণ বাড়ানো হয়েছে। বাফুফের কাছে রেফারিদের কোনো বকেয়া বাকি নেই বলেও দাবি করেছেন তিনি। সালাউদ্দিনের এমন মন্তব্যে রীতিমতো ধর্মঘটের পথে হাঁটছেন রেফারিরা। 

বাফুফে সভাপতির মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রেফারিরা। বৈঠকে তাঁরা দাবি তুলেছেন সালাউদ্দিনের দাবি করা ৩০০ গুণ পারিশ্রমিকের বিষয়টি সত্যিকারের বাস্তবায়ন। সঙ্গে বাফুফের কাছে পাওনা পারিশ্রমিক পরিশোধেরও দাবি তুলেছেন তাঁরা। আজকের সভায় উপস্থিত ছিলেন ২০-এর অধিক রেফারি। অনলাইনে যুক্ত ছিলেন সারা দেশের রেফারিরা। বৈঠকে উপস্থিত এক রেফারি আজকের পত্রিকাকে জানালেন, ‘বাফুফে সভাপতি যা বলেছেন তা রীতিমতো হাস্যকর। পারলে এখন তিনি আমাদের এই পাওনা পরিশোধ করে দিন!’ পাওনা পরিশোধ না হলে আগামী শনিবার তারা ম্যাচ পরিচালনা করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। 

একই সঙ্গে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া হেড অব রেফারিজ আজাদ রহমানের এক মন্তব্যের কারণে তার পদত্যাগেরও দাবি তুলেছেন রেফারিরা।

এবার ঢাকার প্রতিশোধ, আরও বেকায়দায় সিলেট

এত সেঞ্চুরি আগে কখনো দেখেনি বিপিএল

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

তামিমের সঙ্গেই এত লাগছে কেন

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

লিটন-তামিমরা কি পারবেন এবার প্রতিশোধ নিতে

সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি, দাবি তামিমের

অস্ট্রেলিয়াকে ‘ভয়’ দেখিয়েও জিততে পারল না বাংলাদেশ

বিপিএলে ২০০ স্ট্রাইকরেটের রহস্য তাহলে এই

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

সেকশন