হোম > খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী মে মাসে ঢাকা-চট্টগ্রামে হবে দুই দলের এই সিরিজ। 

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজও হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সমঝোতার মাধ্যমে পিছিয়ে গেল টেস্ট দুটি। দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট সিরিজটি হবে ২০২৫ সালে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সিরিজে সকাল, বিকেল ও রাত—এই তিন সময়ে শুরু হবে ম্যাচগুলো। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। তৃতীয় ম্যাচ হবে বেলা ৩টা থেকে আর পঞ্চম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। 

বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম

চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর

পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

সেকশন