হোম > খেলা

আফগানিস্তানের বিপক্ষে বসুন্ধরায় খেলবে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল—এটা আগেই জানা গিয়েছিল। এমনকি ম্যাচ দুটি কবে হবে, তা-ও জানিয়ে দিয়েছিল বাফুফে। তবে ম্যাচ কোথায় হবে, তা এত দিন জানায়নি বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

অবশেষে আজ জানা গেল বাংলাদেশ-আফগানিস্তানের দুটি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে তা নিশ্চিত করেছে। শুরুতেও অবশ্য এখানেই হতে পারে এমন গুঞ্জন ছিল। আজ সেটা সত্যি হলো। 

আগামী ৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ‘ফিফা টায়ার-১’-এর অপর প্রীতি ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। ম্যাচ দুটি খেলতে ইতিমধ্যে আফগানিস্তান জাতীয় ফুটবল দল বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর নামে আফগান দল। 

৩২ জনের স্কোয়াড ঘোষণা করে ইতিমধ্যে বসুন্ধরায় অনুশীলনও শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। অনুশীলন শুরু হলেও এখনো সব খেলোয়াড়কে ক্যাম্পে পাননি স্প্যানিশ কোচ। গতকাল বসুন্ধরার ১১ ফুটবলার যোগ দিলেও বাকি রয়েছেন আবাহনীর দলের ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবারের ক্যাম্পে নতুন মুখ হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু সুযোগ পেয়েছেন।

অ্যাশেজ হার ঠেকাতে ইংল্যান্ড একাদশে আছেন কারা

পান্ডিয়ার অনন্য ডাবল, ফর্মে ফেরার বার্তা দিলেন সূর্য

‘একদম শোয়াই ফেলব’ শান্তর হুঙ্কারের জবাব দিলেন মিরাজও

অভিষেকে খরুচে তাসকিন, স্বরূপে ফিরলেন মোস্তাফিজ

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, দেখবেন কোথায়

‘আপনাদের পার্সোনাল অ্যাজেন্ডা থাকতে পারে, তবে খেলা যেন সময়মতো মাঠে গড়ায়’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত