ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল—এটা আগেই জানা গিয়েছিল। এমনকি ম্যাচ দুটি কবে হবে, তা-ও জানিয়ে দিয়েছিল বাফুফে। তবে ম্যাচ কোথায় হবে, তা এত দিন জানায়নি বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
অবশেষে আজ জানা গেল বাংলাদেশ-আফগানিস্তানের দুটি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে তা নিশ্চিত করেছে। শুরুতেও অবশ্য এখানেই হতে পারে এমন গুঞ্জন ছিল। আজ সেটা সত্যি হলো।
আগামী ৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ‘ফিফা টায়ার-১’-এর অপর প্রীতি ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর। ম্যাচ দুটি খেলতে ইতিমধ্যে আফগানিস্তান জাতীয় ফুটবল দল বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল রাত ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর নামে আফগান দল।
৩২ জনের স্কোয়াড ঘোষণা করে ইতিমধ্যে বসুন্ধরায় অনুশীলনও শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। অনুশীলন শুরু হলেও এখনো সব খেলোয়াড়কে ক্যাম্পে পাননি স্প্যানিশ কোচ। গতকাল বসুন্ধরার ১১ ফুটবলার যোগ দিলেও বাকি রয়েছেন আবাহনীর দলের ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবারের ক্যাম্পে নতুন মুখ হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু সুযোগ পেয়েছেন।