হোম > খেলা

মোস্তাফিজের মনে কী আছে, জানেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। মাঝে এ বাঁহাতি পেসারের টেস্টে না খেলা নিয়ে আলোচনা হয়েছে এন্তার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব আল হাসান। 

প্রথম টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে আজ কথা বলেন টেস্ট অধিনায়ক সাকিব। মোস্তাফিজের টেস্ট খেলার ব্যাপারে তিনি বলেন, 'একেকজনের একেক রকম প্রাধান্য থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি মনে করে ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায়, এতে ওর ভালো হয়, আমাদের এটা মেনে নেওয়া উচিত। যেহেতু ও এই সিরিজে আছে, আমি নিশ্চিত সে খেলতে উজ্জীবিত। এখন আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ।' 

গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। আবার ফিরলেন আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তবে টেস্ট খেলার ব্যাপারে দীর্ঘমেয়াদে মোস্তাফিজের মনে কী আছেন জানেন না সাকিব। তিনি বলেন, 'অধিনায়ক হিসেবে আমি এই দুই টেস্টে মনোযোগ দিতে চাই। ওর (মোস্তাফিজ) সঙ্গে কথা বলেছি। সে খুবই উজ্জীবিত এই দুই টেস্ট খেলতে। তবে দীর্ঘমেয়াদে বললে, জানি না ওর মনে কী আছে, সে (টেস্ট) খেলতে চায় কি না।'

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিজেদের রেকর্ড ভেঙে গ্রিনকে দলে নিল কলকাতা

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ

শোয়েব আখতারের গতির রেকর্ড ভাঙবে নাহিদ রানা: আশরাফুল

বোর্ডের দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে

আইপিএল নিলামের আগেই বিদেশি ক্রিকেটারদের বেতন কমিয়ে দিল ভারতীয় বোর্ড

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

বিশ্বকাপ শেষে একসঙ্গে শুরু আইপিএল-পিএসএল