পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে কাছে ৮০ রানে হেরে গেছে নাহিদ রানা দল পেশোয়ার জালমি। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। তবে এই ম্যাচেও নাহিদ রানাকে পাচ্ছেন বাবর আজমরা।
দেশে এখনো ডিপিএল খেলছেন নাহিদ। ২৫ এপ্রিল থেকে তাঁকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পেশোয়ারে বাবরের নেতৃত্ব খেলবেন নাহিদ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ-পেশোয়ারের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৯টায়।
ক্রিকেট
আইপিএল
লক্ষ্ণৌ-চেন্নাই
রাত ৮ টা, সরাসরি
টি স্পোর্টস
পিএসএল
পেশোয়ার-ইসলামাবাদ
রাত ৯ টা, সরাসরি
সনি টেন ১ ও ৫
ফুটবল
বোর্নমাউথ-ফুলহাম
রাত ১ টা, সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১