Ajker Patrika
হোম > প্রযুক্তি

ভালোবাসা দিবসের প্রেমপত্র লিখতে এআই ব্যবহার করতে চান প্রতি ৪ জনে একজন: জরিপ

অনলাইন ডেস্ক

ভালোবাসা দিবসের প্রেমপত্র লিখতে এআই ব্যবহার করতে চান প্রতি ৪ জনে একজন: জরিপ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটগুলো ভালোবাসা দিবসের প্রেমপত্র লিখতে এআই ব্যবহার করতে চান এক–চতুর্থাংশ প্রেমিক। অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক কোম্পানি ম্যাকাফির এক জরিপে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

ম্যাকাফির জরিপ থেকে জানা যায়, চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন (উত্তরদাতাদের ২৬ শতাংশ) প্রেমের প্রস্তাব দিতে বা সঙ্গীর জন্য প্রেমপত্র লেখার জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহার করার পরিকল্পনা করছে। দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৭ শতাংশ) এআই দিয়ে তৈরি ও একজন মানুষের লেখার প্রেমপত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। 

ম্যাকাফি গত বছরের জরিপটির শিরোনাম হলো— ‘মডার্ন লাভ’ বা আধুনিক ভালোবাসা। আধুনিক যুগে এআই ও ইন্টারনেট কীভাবে ভালোবাসা ও সম্পর্কে প্রভাব ফেলছে, তা জানার লক্ষ্যে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণায় ৯টি দেশের ৫ হাজার মানুষের তথ্য নেওয়া হয়। আর গবেষণাটির সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো—উত্তরদাতাদের এক চতুর্থাংশ ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও মাইক্রোসফটের কোপাইলটের মতো এআই ভিত্তিক টুল ব্যবহার করে তাদের সঙ্গীদের কাছে ভালোবাসা প্রকাশ করবে। 

এআইভিত্তিক চিঠি লেখার সাধারণ কারণ ছিল এটি সঙ্গীদের কাছে প্রেরককে আরও আত্মবিশ্বাসী (২৭ শতাংশ উত্তরদাতাদের মতে) দেখাবে। 

ব্যক্তিগতভাবে চিঠি লেখার সময় ও অনুপ্রেরণার অভাবকে দ্বিতীয় কারণ (২১ শতাংশ) হিসাবে গবেষণায় পাওয়া যায়। আর ১০ শতাংশ উত্তরদাতা মনে করেন এর মাধ্যমে কাজটি দ্রুত করা যায়। 

এই উপায়ে চিঠি লিখলে তারা ধরা পড়বে না বলে বেশির ভাগ উত্তরদাতা মনে করেন। আর ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্করা বলেন, এআইভিত্তিক টুল দিয়ে তৈরি চিঠি পেলে, তারা অপমানিত বোধ করবেন। কিন্তু উত্তরদাতাদের ৬৭ শতাংশই এআই টুল দিয়ে তৈরি ও মানুষের তৈরি প্রেমপত্রের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারেননি। 

লার্জ ল্যাংগুয়েজ মডেলভিত্তিক (এলএলএম) জেনারেটিভ এআই টুলগুলো মানুষের মতো টেক্সট তৈরি করে দিতে পারে। এই ধরনের বেশির ভাগ টুলগুলোর লেখার স্টাইল, কাঠামো, ছন্দ ইত্যাদি ব্যবহারকারীর নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। 

এ ছাড়া চ্যাটজিপিটি প্লাস, কোপাইলট প্রো এর মতো সাবস্ক্রিপশনভিত্তিক এআই অ্যাসিস্টেন্টগুলো দিয়ে ব্যবহারকারীরা নিজস্ব চ্যাটবট তৈরি করতে পারে। এসব চ্যাটবটগুলোকে ব্যবহারকারীরা নিজস্ব লেখা দিয়ে প্রশিক্ষণও দিতে পারবে। ফলে এগুলো ব্যবহারকারীর লেখার স্টাইলে টেক্সট তৈরি করে দিতে পারবে। 

ম্যাকাফির গবেষণা নির্দেশ করে, এই ধরনের চিঠি তৈরি করে সাইবার অপরাধী অনেক মানুষকে প্রতারিতও করতে পারে। প্রতারকেরা দুর্বল ব্যক্তিদের লক্ষ্য করে পরিকল্পনা তৈরি করে। ভালোবাসা ও সম্পর্ক নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই ধরনের অপরাধীরা। 

গবেষণায় দেখা যায়, উত্তরদাতাদের ৫১ শতাংশ ক্যাটফিশে (অনলাইনে অপরিচিতদের সঙ্গে কথা বলা বা দেখা করা, যারা অন্য কেউ হওয়ার ভান করছিল) অভিজ্ঞতা হয়েছে। 

এই সময়ে অপরিচিতদের সঙ্গে যোগাযোগ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ম্যাকাফি কোম্পানি। সেই সঙ্গে কোনো অপরিচিত মানুষকে টাকা বা গোপনীয় তথ্য না দেওয়ারও পরামর্শ দেয়।

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার