অবশেষে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কিনলেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির প্রধান ইলন মাস্ক। চুক্তির সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, টুইটারের মালিকানা গ্রহণ করার পর প্রতিষ্ঠানটির প্রধান কার্যনির্বাহী পরাগ আগারওয়ালসহ আরও কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাইও করেছেন ইলন মাস্ক।
এ বিষয়ে টুইটারের প্রধান বিনিয়োগকারীদের একজন রস গার্বার বিবিসিকে বলেন, ‘আমার মনে হয় আদালত ইলন মাস্ককে একটু বেশিই চাপের মুখে ফেলে দিয়েছিল। সত্যি কথা বলতে, শুরু থেকেই এই চুক্তিটি আমার কাছে গোলমেলে মনে হয়েছে। কারণ শুরু থেকেই আদালত সংক্রান্ত ঝক্কি ঝামেলাসহ আরও বেশ কিছু সমস্যা আমাদের সামনে উঠে এসেছিল।’
এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আজ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত টুইটারের সকল প্রকার শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার টুইটারের মালিকানা গ্রহণের ইঙ্গিত দিয়ে সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ের ভেতর থেকে একটি ভিডিও টুইটারে পোস্ট করেন ইলন মাস্ক। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘এন্টারিং টুইটার হেডকোয়ার্টার–লেট দ্যাট সিঙ্ক ইন!’