Ajker Patrika
হোম > প্রযুক্তি

আকাশপথে চলবে ভার্টিক্যাল এয়ারোস্পেসের অভিনব যান, ঘণ্টায় গতি ২৪০ কিলোমিটার

আকাশপথে চলবে ভার্টিক্যাল এয়ারোস্পেসের অভিনব যান, ঘণ্টায় গতি ২৪০ কিলোমিটার
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উড়ন্ত যান তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ভার্টিক্যাল এয়ারোস্পেস। প্রতিষ্ঠানটির তৈরি ‘ভিএক্স-৪’ খাড়াখাড়িভাবে ওপরে উঠতে ও নামতে সক্ষম। শুধু তাই নয়, চার সিটের এই যান ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভার্টিক্যাল এয়ারোস্পেসের ভিএক্স-৪ মডেলটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এই হিসাবে এটি লন্ডনের ব্যাটারসি থেকে হিথ্রো বিমানবন্দরে মাত্র ১২ মিনিটে পৌঁছে যাবে। এই পথে গাড়িতে যেতে সময় লাগে ৫১ মিনিট। এটি একসঙ্গে চারজন যাত্রী বহন করতে পারে। প্রচলিত হেলিকপ্টারের তুলনায় ভিএক্স-৪ অনেক কম শব্দ করে এবং সম্পূর্ণ কার্বনমুক্ত।

ভার্টিক্যাল এয়ারোস্পেস এরই মধ্যে ১৫০০টি প্রি-অর্ডার পেয়েছে, যার আনুমানিক মূল্য ৬ বিলিয়ন ডলার। এই অর্ডারগুলো এসেছে আমেরিকান এয়ারলাইনস, ভার্জিন আটলান্টিক, জাপান এয়ারলাইনস, এয়ারএশিয়া এবং অ্যাভোলনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে।

ভার্টিক্যাল এয়ারোস্পেস পরীক্ষিত প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী যান তৈরি করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উন্নত প্রপেলার প্রযুক্তি ও ব্যাটারি প্যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর ব্যবহার করে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, বায়ুগতিবিদ্যার উন্নত নকশা।

২০২৪ সালের ডিসেম্বরে ভার্টিক্যাল এয়ারোস্পেস মুদ্রিক ক্যাপিটাল এবং প্রধান শেয়ারহোল্ডার স্টিফেন ফিৎসপ্যাট্রিকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে নভেম্বরে ৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানটি জাগুয়ার ল্যান্ড রোভার, রোলস-রয়েস, হানি ওয়েল এবং মাইক্রোসফটের মতো কোম্পানির সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এই অংশীদারত্ব ভার্টিক্যাল এয়ারোস্পেসকে উন্নত প্রযুক্তি এবং উৎপাদনদক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানালেও খরচ হয় কোটি টাকা!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে এআই চিপ তৈরি করছে চীনের হুয়াওয়ে

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক