হোম > প্রযুক্তি

আইওএস ১৮.১ –এর নতুন ফিচার কল রেকর্ডিং, ব্যবহার করবেন যেভাবে

ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। ছবি: ম্যাকরিউমার

থার্ড পার্টি অ্যাপ ছাড়া আইফোনে এতদিন কল রেকর্ড করা যেত না। তবে আইওএস ১৮.১-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে অ্যাপল। এখন সহজেই আইফোনে কল রেকর্ড করা যাবে।

ফোন অ্যাপের এই ফিচার কথোপকথন রেকর্ডিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন (ভয়েস থেকে টেক্সটে রূপান্তর) তৈরি করতে পারবে। তবে এখনই সব ভাষায় ট্রান্সক্রাইব ফিচারটি কাজ করবে না। প্রাথমিকভাবে ইংরেজি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো), মান্দারিন চাইনিজ (চীন মূল ভূমি), ক্যানটোনিজ (হংকং) ও কোরিয়ান (দক্ষিণ কোরিয়া) ভাষায় কল রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব হবে।

ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। কারণ কেউ রেকর্ডিং শুরু করলে সব অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ঘোষণা শুনবে। এর মাধ্যমে কলার ও রিসিভার উভয়ই জানতে পারবে যে, কল রেকর্ড হচ্ছে।

সাধারণ ফোন কল ছাড়া ফেসটাইমেও কল রেকর্ডিং ফিচারটি কাজ করবে।

ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে, সব রেকর্ডিং স্থানীয়ভাবে নোট অ্যাপে সংরক্ষণ করা হয়। এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।

এ ছাড়া রেকর্ড করা কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তাই দীর্ঘ কল রেকর্ড আবার শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।

আইফোনের কল রেকর্ড চালু করবেন যেভাবে

আইফোনে কল রেকর্ডের ফিচারটি ব্যবহার জন্য ডিভাইসটিতে আইওএস ১৮.১ আপডেট থাকতে হবে। এর আগের সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ফিচার ব্যবহার করা যাবে না।

১. আইফোনের ফোন অ্যাপকে ব্যবহার করে যে কাউকে কল করুন।

কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। ছবি: ম্যাকরিউমার

২. কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। এর ফলে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখা যাবে। এই কাউন্টডাউনের পাশে একটি ‘X’ চিহ্ন থাকবে। এই চিহ্নে ট্যাপ করে কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করা যাবে। যখন কাউন্টডাউন শেষ হবে, আইফোনে কলটি রেকর্ড করা হচ্ছে বলে একটি ঘোষণা শোনা যাবে এবং রেকর্ডিং শুরু হবে।

৩. কল রেকর্ডিং শুরু হওয়ার পর দুই উপায়ে তা বন্ধ করা যাবে। সবচেয়ে সহজ হলো লাল ‘এন্ড কল’ বাটনে ট্যাপ করা, যা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং বন্ধ করে দেয়। ফোন কলে থেকে রেকর্ডিং বন্ধ করতে চাইলে স্ক্রিনে থাকা অডিও ভিজুয়ালাইজারের পাশে লাল রঙের বাটনে ট্যাপ করতে হবে।

কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। ছবি: ম্যাকরিউমার

কল রেকর্ডিংটি খুঁজে পাবেন যেভাবে

কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। এর সঙ্গে রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপটগুলো যুক্ত থাকে। নোটস থেকে পছন্দমতো রেকর্ডগুলো আবার শোনা যাবে বা লিখত আকারে রেকর্ডিংগুলো ব্যবহারকারী পড়ে নিতে পারবেন। এই রেকর্ডগুলো ডিলিট বা শেয়ারও করা যাবে।

তথ্যসূত্র: টমস গাউড ও ম্যাকরিউমার

ব্যবসায় ফেসবুক গ্রুপের গুরুত্ব, খুলবেন কীভাবে

সিনেমার গল্প বাস্তবে: সম্ভাব্য খুনি চিহ্নিত করতে সফটওয়্যার বানাচ্ছে যুক্তরাজ্য

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

যুক্তরাষ্ট্রে কারখানা না করলে টিএসএমসিকে ১০০ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকি

অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে লাইভ করতে পারবে না কিশোর-কিশোরীরা

ফেসবুক রিলসে থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ, কীভাবে করবেন

টেলিগ্রামকে ৮০ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী

ডায়মন্ড চ্যালেঞ্জের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই ভাই