হোম > প্রযুক্তি

হোন্ডার ফোল্ডেবল ই-স্কুটার

অনিন্দ্য চৌধুরী অর্ণব

১৯৮১ থেকে ১৯৮৩ সালের মাঝামাঝি সময়ে মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটোকমপ্যাক্ট টু স্ট্রোক বাইক বিক্রি করত। ওই সময় এতে পাওয়ারের জন্য ছিল একটি ৪৯ সিসি এয়ার কুলড, টু স্ট্রোক ইঞ্জিন, যা ২.৪ ব্রেকিং হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত। তখন মোটোকমপ্যাক্ট ৫০০০ থেকে ৪৫০০ রোটেশন পার মিনিটে ৩.৭২ নিউটন মিটার পিক টর্ক আউটপুট দিতে পারত।

সম্প্রতি হোন্ডা ফোল্ডেবল মোটোকমপ্যাক্ট নামের একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, যাকে বলা হচ্ছে ‘ফার্স্ট অ্যান্ড লাস্ট মাইল’ সল্যুশন। ই-স্কুটারের গুরুত্বপূর্ণ দিক হলো তা ফোল্ডেবল; অর্থাৎ আপনি যেকোনো জায়গায় স্যুটকেসের মতো এই বিদ্যুৎ-চালিত স্কুটারকে ভাঁজ করে নিয়ে যেতে পারবেন। মডার্ন অল-ইলেকট্রিক নতুন এই মডেল গ্লোবাল মার্কেটের হোন্ডা ও আকুরা ডিলারদের কাছ থেকে কেনা যাবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা।

পাওয়ারিংয়ের জন্য হোন্ডার নতুন এই ই-স্কুটারে ব্যবহার করা হয়েছে পারমানেন্ট ডাইরেক্ট ড্রাইভ ইলেকট্রিক মোটর। এটি সামনের চাকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ই-স্কুটারের সর্বাধিক পাওয়ার আউটপুট ৪৯০ ওয়াট এবং এটি ১৬ নিউটন মিটার পিক টর্ক দিতে পারে।

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি ৬.৮ এএইচ। একটি ১১০ ভোল্টের চার্জার ব্যবহার করে মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই এটি সম্পূর্ণভাবে চার্জ করা যাবে। স্কুটারটি ডিজাইন করা হয়েছে লাস্ট-মাইল মোবিলিটির জন্য। সে কারণে এর রেঞ্জ লিমিটেড। এই ই-স্কুটার ১৯ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এক চার্জে। এর হুইলবেসের পরিমাপ ৭৪১ ও সিটের উচ্চতা ৬২২ মিলিমিটার। স্কুটারটির ওজন ১৯ কেজি; অর্থাৎ খুব একটা হালকা না হলেও তা সহজে বহনযোগ্য। প্রকৃত অর্থেই একটি কমপ্যাক্ট ইলেকট্রিক স্কুটার। খুব সহজে আপনি এতে চড়ে ভ্রমণ করতে পারবেন। 

সূত্র: হোন্ডা, দ্য ভার্জ

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের