অনলাইন ডেস্ক
ছবি, ভিডিওসহ বিভিন্ন ফাইল সংরক্ষণের জন্য এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করা হয়। স্টোরেজ খালি করতে বা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার মতো বিভিন্ন কারণে এসব ডিভাইস ফরম্যাট দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। নতুন আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ আপডেটের মাধ্যমে এখন আইফোন ও আইপ্যাড থেকেই সরাসরি এক্সটার্নাল হার্ডড্রাইভ ফরম্যাট করা যাবে। এই ফিচারটি বিভিন্ন এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের সঙ্গে কাজ করে যেমন: হার্ড ডিস্ক, ইউএসবি ড্রাইভ ও এসডি কার্ড।
নতুন এই ফিচারের ফলে স্টোরেজ ডিভাইসগুলো ফরম্যাটের জন্য পিসি বা ম্যাকের ওপর নির্ভর করতে হবে না। যখন কারও হাতের কাছে কম্পিউটার থাকবে না তখন এই ফিচারটি বিশেষভাবে কাজে লাগবে।
আইফোন বা আইপ্যাডের ফাইলস অ্যাপ ব্যবহার করে এক্সটার্নাল ড্রাইভের ডেটা মুছে ফেলা এবং ফরম্যাট করা যায়। ফাইলস অ্যাপের তিনটি ফাইল সিস্টেমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করে এক্সটার্নাল স্টোরেজ ড্রাইভ ফরম্যাট করা যায়।
১. এপিএফএস: অ্যাপল ফাইল সিস্টেম (এপিএফএস) অ্যাপল ডিভাইসগুলোর জন্য অপটিমাইজ করা হয়েছ। এটি অ্যাপল হার্ডওয়্যারে দ্রুত গতিতে এবং উন্নত ফাইল ব্যবস্থাপনা করতে পারে। ড্রাইভটি শুধুমাত্র অ্যাপল ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড, বা ম্যাকের সঙ্গে ব্যবহার করার পরিকল্পনা করেন, তবে এই ফরম্যাটটি নির্বাচন করা ভালো।
২. এক্সএফএটি: এটি অ্যাপল ও উইন্ডোজ ডিভাইসের উভয় ডিভাইসের সঙ্গে সংগতিপূর্ণ। যদি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ফাইল শেয়ার করতে হয়, তবে এক্সএফএটি একটি ভালো অপশন। এটি বড় ফাইল সমর্থন করে। অর্থাৎ এর মাধ্যমে ভিডিও, ছবি, এবং অন্যান্য বড় সাইজের ফাইল সহজেই সংরক্ষণ করা যাবে।
৩. এমএস–ডস: এটি সাধারণত ‘ফ্যাট ৩২’ নামে পরিচিত। এটি বেশ পুরোনো একটি সিস্টেম এবং বেশির ভাগ ডিভাইসের সঙ্গে কাজ করে। তবে এর একটি ফাইল সাইজ সীমা ৪ জিবি। এটি ছোট ফাইলগুলো সংরক্ষণ করার জন্য উপযুক্ত।
অ্যাপল ফাইলস অ্যাপ দিয়ে এক্সটার্নাল ড্রাইভ ফরম্যাটের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যেই স্টোরেজ ড্রাইভটি ফরম্যাট করতে চান, সেটি আইফোন বা আইপ্যাডের চার্জিং পোর্টে সরাসরি অথবা একটি উপযুক্ত অ্যাডাপ্টর ব্যবহার করে সংযুক্ত করুন।
২. এরপর ফাইলস অ্যাপ চালু করুন।
৩. ব্রাউজার ট্যাবে যান এবং ‘লোকেশন’ সেকশনের নিচে এক্সটার্নাল ডাইভটির’ নাম খুঁজুন।
৪. এক্সটার্নাল ড্রাইভের নামের ওপর চাপ দিয়ে ধরে রাখুন ও এরপর মেনু থেকে ‘ইরেজ’ বাটনে ট্যাপ করুন।
৫. ড্রাইভটির জন্য নতুন নাম নির্ধারণ করুন ও ফরম্যাট করার পছন্দের অপশনটি নির্বাচন করুন।
৬. ডান পাশের ওপরের দিকে থাকা ‘ইরেজ’ অপশনে ট্যাপ করুন এবং ফরম্যাট নিশ্চিত করতে ‘ইরেজ’ অশনে আবার ট্যাপ করুন।
তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার