অনলাইন ডেস্ক
শিশুদের লাইভে যাওয়ায় নিষেধাজ্ঞা এবং প্রাপ্তবয়স্ক দর্শকের কাছে কনটেন্ট পৌঁছাতে নিজস্ব প্ল্যাটফর্মের লাইভস্ট্রিম ব্যবস্থায় কিছু বাধ্যবাধকতা আনছে টিকটক। আর এর জন্য নতুন ফিচার যুক্ত করার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, এক ব্লগ পোস্টে লাইভস্ট্রিম ফিচারে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে টিকটক। নতুন ফিচারে থাকছে বয়স যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও টুল।
টিকটকে অন্তত ১ হাজার অনুসারী থাকা ১৬ বছরের বেশি বয়সী যে কেউ লাইভস্ট্রিম শুরু করতে পারেন। তবে আগামী মাস থেকে ১৮ বছরের কম বয়সী কেউ লাইভস্ট্রিমিং করতে পারবে না বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। বয়সসীমা বাড়ানোর পাশাপাশি শিগগিরই কেবল প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য লাইভ ব্রডকাস্ট করতে পারবেন উপস্থাপকেরা।
সম্প্রতি সিরীয় শরণার্থী ক্যাম্প থেকে টিকটক লাইভে শিশুদের অর্থসহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। লাইভে অর্থের আবেদন করে এক ঘণ্টায় ১ হাজার ডলার পর্যন্ত সংগ্রহ করেছে কয়েকজন। আর এই অর্থের ৭০ শতাংশের বেশি নিয়েছে টিকটক। তবে কেন এমন সিদ্ধান্ত, তা নিশ্চিত করেনি প্ল্যাটফর্মটি। এমনকি নতুন ফিচারে ঠিক কীভাবে বয়স যাচাই করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি টিকটক কর্তৃপক্ষ।