হোম > প্রযুক্তি

ডট বিডি ডোমেইন ব্যবহারকারী ৪১ হাজার, বেসরকারিভাবেও বিক্রির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডোমেইন শিল্পের বাজার বিলিয়ন ডলারের। প্রতিনিয়ত এই বাজার সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশে ডট বাংলা ডোমেইন ব্যবহারকারী রয়েছে ৪১ হাজার। রোববার রাজধানীর বিটিআরসি ভবনে দুদিন ব্যাপী আইকান আউটরিচ প্রোগ্রামের সমাপনী দিনে এ সব কথা জানানো হয়। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রি সমন্বিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

ডোমেইন শিল্প বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বেশ কিছু জটিলতায় ডট বিডি ডোমেইনের প্রসার পিছিয়ে ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাইভেট সেক্টর থেকে রেজিস্ট্রার নিয়োগের সুযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান জেনেরিক টপ লেভেল ডোমেইন তথা জিটিএলডির বরাদ্দ নিলে তা ব্যবসা–বাণিজ্যে প্রসার, বাজার ও ব্র্যান্ড সম্প্রসারণ, নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা খাতে ভূমিকা রাখবে।’ 

সভাপতির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে। দেশে বর্তমানে ১৯ দশমিক ৫ কোটি মোবাইল সিম গ্রাহক, ১৪ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক এবং ১০ কোটির বেশি ফোরজি গ্রাহক রয়েছে। এ ছাড়া, ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। 

দেশে ৪১ হাজার ডট বিডি ডোমেইন ব্যবহারকারী রয়েছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ডোমেইন সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে বিটিআরসি। ডটবিডি (. bd) ও ডট বাংলা (. Bangla) ডোমেইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করার জন্য উপযুক্ত দেশি–বিদেশি প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে আছে। 

ডট বিডি ও ডট বাংলা বেসরকারিভাবে উন্মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এফবিসিসিআইয়ের উপদেষ্টা সৈয়দ আলমাস কবির। ক্রস বর্ডার পেমেন্টের বিষয়টি আরও সহজ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। সরকারি কর্মকর্তাদের পাবলিক ই–মেইল ব্যবহার না করে সরকারি ই–মেইল ব্যবহার করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। 

দুই দিনব্যাপী সেমিনারে মোট ৫টি সেশনে প্রযুক্তিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অংশীজনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, ডোমেইন শিল্পের প্রতিনিধিরা অংশ নেন। 

স্বাগত বক্তব্যে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সাল থেকে আইকানের গভর্নমেন্ট অ্যাডভাইজরি কমিটিতে বিটিআরসি নিয়মিত অংশ নিয়ে আসছে। ইন্টারনেটের ডোমেইন নেম ও আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি সক্ষমতা বৃদ্ধি, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা ও সর্বোপরি দেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য নতুন ব্যবসা এবং সুযোগ তৈরি করতে আইকানের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন