Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগলকে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনকারী হিসেবে দোষী সাব্যস্ত করবে জাপান

গুগলকে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনকারী হিসেবে দোষী সাব্যস্ত করবে জাপান
গুগল তার অনলাইন সার্চ মার্কেটে প্রাধান্য ধরে রাখতে প্রতিযোগিতা বিঘ্ন করছে। ছবি: পায়মিন্টস ডট কম

জাপানের অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা আইন লঙ্ঘন করার জন্য যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগলকে দোষী সাব্যস্ত করার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া এসব তথ্য জানিয়েছে।

শিগগিরই গুগলকে তার মনোপলিস্টিক বা একচেটিয়ার আধিপত্য বিস্তারের চর্চা বন্ধ করার জন্য একটি ‘সিজ অ্যান্ড ডিসিস্ট’ আদেশ জারি করবে জাপান ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি)। সংস্থাটি সন্দেহ করছে যে, স্মার্টফোন নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করে তাদের ডিভাইসে গুগলের সার্চ অ্যাপটি আগে থেকেই ইনস্টল করানোর চেষ্টা করেছে গুগল।

সূত্রগুলো জানিয়েছে, গুগল তার অনলাইন সার্চ মার্কেটে প্রাধান্য ধরে রাখতে প্রতিযোগিতা বিঘ্ন করছে। এই অভিযোগের প্রেক্ষিতে গুগলকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছিল সংস্থাটি। এ বিষয়ে গুগলের প্রতিক্রিয়া শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জেএফটিসি।

কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ হলো—অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী স্মার্টফোন নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করে গুগল। স্মার্টফোন গুলোতে গুগল প্লে স্টোর (অ্যাপ ডাউনলোড করার জন্য একটি প্ল্যাটফর্ম) ব্যবহার করতে হলে তাদের ফোনে গুগলের কিছু অ্যাপ (যেমন: গুগল ক্রোম) আগে থেকেই ইনস্টল করে রাখতে হবে।

এ ছাড়া, গুগল অ্যাপ স্টোরে প্রবেশের জন্য নির্দিষ্ট অ্যাপ আইকন স্ক্রিনে স্থাপন করার শর্তও চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি গুগল স্মার্টফোন নির্মাতাদের তাদের অ্যাপের আয়ের একটি অংশ শেয়ার করার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির অ্যাপগুলো আগে থেকেই ইনস্টল করা থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ রয়েছে।

জাপানের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংস্থা গত অক্টোবর মাসে গুগলকে ওয়েব সার্চ সেবায় প্রতিযোগিতা বিরোধী আইন লঙ্ঘনের জন্য তদন্ত শুরু করেছে।

এ ছাড়া ইউরোপ এবং অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোর কর্তৃপক্ষও গুগলকে নিয়ে একই ধরনের তদন্ত শুরু করেছে।

বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ক্রোম। অ্যাপটি গুগলের ব্যবসার একটি মূল স্তম্ভ, যা ব্যবহারকারীর বিভিন্ন তথ্য খুঁজে পেতে সাহায্য করে। এর মাধ্যমে বিজ্ঞাপনগুলোকে আরও সঠিকভাবে এবং লাভজনকভাবে দেখাতে পারে কোম্পানিটি।

গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি বিচারকের সামনে যুক্তি তুলে ধরে যে, গুগল মালিকানাধীন অ্যালফাবেটকে তার ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে। সংস্থাটি আরও বলে, সার্চ বাজারে গুগলের একচেটিয়ার আধিপত্য শেষ করার জন্য অ্যাপটিতে পাঁচ বছর ধরে ব্রাউজার মার্কেটে পুনরায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত।

চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানালেও খরচ হয় কোটি টাকা!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে এআই চিপ তৈরি করছে চীনের হুয়াওয়ে

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক