হোম > প্রযুক্তি

আইফোনে ভিডিও রেকর্ড করার সময়েও ব্যাকগ্রাউন্ডে বাজবে গান

অনলাইন ডেস্ক

দৈনন্দিন বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। এর মধ্যে মিউজিক শোনা, ছবি তোলা ও ভিডিও ধারণ উল্লেখযোগ্য। তবে ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ হয়ে যায়। । ভিডিও ধারণের সময় অনেকেই ফোনের মিউজিক চালু রাখতে চান। তাই অপারেটিং সিস্টেমে আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করল অ্যাপল। ভিডিও ধারণের সময় আর মিউজিক বন্ধ হয়ে যাবে না। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, অ্যাপলের আইওএস ১৮-এর বেটা সংস্করণে ভিডিও করার সময় মিউজিক চালু থাকতে দেখা গেছে। ফলে মিউজিক, পডকাস্ট বা অন্য কোনো অডিও বন্ধ না করেই আইফোন ভিডিও ধারণ করে। এটি এয়ারপড সংযোগ থাকলে বা না থাকলেও কাজ করবে। 

ফোনে থাকা গান ও অডিওগুলো সরাসরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচার বেশ কাজে দেবে। 

ফিচারটি যেভাবে চালু করবেন
ফিচারটি চালু করা খুব সহজ। এর জন্য আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম থাকতে হবে। এর চূড়ান্ত সংস্করণ এখনো উন্মোচন করা হয়নি। তবে এর পাবলিক বেটা সংস্করণ ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে কিছু ত্রুটি থাকতে পারে। তাই এই সংস্করণ ব্যবহারের আগেই আইফোনে একটি ব্যাকআপ রাখা ভালো। 

অপারেটিং সিস্টেম আপডেট করার পর আইফোন ফিচারটি চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. আইফোনের সেটিংসে প্রবেশ করুন। 
২. এরপর ক্যামেরা অপশন থেকে ‘রেকর্ড সাউন্ড’ অপশন নির্বাচন করুন। 
৩. এখন ‘অ্যালাও অডিও প্লেব্যাক’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন। 

ফিচারটি চালু হবে ভিডিও রেকর্ডিং এর সময়েও মিউজিক বন্ধ হবে না। 

আইওএস ১৭ ও আগের সংস্করণের আইফোনেও কিছু কৌশল অবলম্বন করলে ভিডিও ধারণের সময়ও মিউজিক চালু রাখা যায়। এর জন্য কুয়িকটেক ভিডিও ধারণ করতে হবে। মিউজিক চালু করে ফোনের ক্যামেরা চালু করুন। এরপর শাটার বাটনে (ছবি তোলার বাটন) ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে বাটনটি লাল হয়ে যাবে এবং আইফোন ভিডিও রেকর্ড শুরু করবে। বাটনটি ছেড়ে দিলে ভিডিও রেকর্ডিং বন্ধ হবে। তবে স্ক্রিন থেকে আঙুল সরিয়েও ভিডিও রেকর্ডিং চালু রাখার জন্য ধরে রাখা অবস্থায় বাটনটি ডানপাশের লক বাটনে টেনে নিয়ে আসুন। এরপর বাটনটি থেকে আঙুল সরিয়ে ফেললেও ভিডিও ধারণ হতে থাকবে। আর ভিডিও ধারণ বন্ধ করতে চাইলে লাল রঙের মাঝের স্টপ বা বন্ধ বাটনে ট্যাপ করুন।

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

‘জাকারবার্গকে ভারতীয়দের কাছে ক্ষমা চাইতে হবে’

সেকশন