Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইফোনে ভিডিও রেকর্ড করার সময়েও ব্যাকগ্রাউন্ডে বাজবে গান

অনলাইন ডেস্ক

আইফোনে ভিডিও রেকর্ড করার সময়েও ব্যাকগ্রাউন্ডে বাজবে গান

দৈনন্দিন বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। এর মধ্যে মিউজিক শোনা, ছবি তোলা ও ভিডিও ধারণ উল্লেখযোগ্য। তবে ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ হয়ে যায়। । ভিডিও ধারণের সময় অনেকেই ফোনের মিউজিক চালু রাখতে চান। তাই অপারেটিং সিস্টেমে আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করল অ্যাপল। ভিডিও ধারণের সময় আর মিউজিক বন্ধ হয়ে যাবে না। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার বলছে, অ্যাপলের আইওএস ১৮-এর বেটা সংস্করণে ভিডিও করার সময় মিউজিক চালু থাকতে দেখা গেছে। ফলে মিউজিক, পডকাস্ট বা অন্য কোনো অডিও বন্ধ না করেই আইফোন ভিডিও ধারণ করে। এটি এয়ারপড সংযোগ থাকলে বা না থাকলেও কাজ করবে। 

ফোনে থাকা গান ও অডিওগুলো সরাসরি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচার বেশ কাজে দেবে। 

ফিচারটি যেভাবে চালু করবেন
ফিচারটি চালু করা খুব সহজ। এর জন্য আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম থাকতে হবে। এর চূড়ান্ত সংস্করণ এখনো উন্মোচন করা হয়নি। তবে এর পাবলিক বেটা সংস্করণ ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে এটি পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় এতে কিছু ত্রুটি থাকতে পারে। তাই এই সংস্করণ ব্যবহারের আগেই আইফোনে একটি ব্যাকআপ রাখা ভালো। 

অপারেটিং সিস্টেম আপডেট করার পর আইফোন ফিচারটি চালু করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. আইফোনের সেটিংসে প্রবেশ করুন। 
২. এরপর ক্যামেরা অপশন থেকে ‘রেকর্ড সাউন্ড’ অপশন নির্বাচন করুন। 
৩. এখন ‘অ্যালাও অডিও প্লেব্যাক’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন। 

ফিচারটি চালু হবে ভিডিও রেকর্ডিং এর সময়েও মিউজিক বন্ধ হবে না। 

আইওএস ১৭ ও আগের সংস্করণের আইফোনেও কিছু কৌশল অবলম্বন করলে ভিডিও ধারণের সময়ও মিউজিক চালু রাখা যায়। এর জন্য কুয়িকটেক ভিডিও ধারণ করতে হবে। মিউজিক চালু করে ফোনের ক্যামেরা চালু করুন। এরপর শাটার বাটনে (ছবি তোলার বাটন) ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে বাটনটি লাল হয়ে যাবে এবং আইফোন ভিডিও রেকর্ড শুরু করবে। বাটনটি ছেড়ে দিলে ভিডিও রেকর্ডিং বন্ধ হবে। তবে স্ক্রিন থেকে আঙুল সরিয়েও ভিডিও রেকর্ডিং চালু রাখার জন্য ধরে রাখা অবস্থায় বাটনটি ডানপাশের লক বাটনে টেনে নিয়ে আসুন। এরপর বাটনটি থেকে আঙুল সরিয়ে ফেললেও ভিডিও ধারণ হতে থাকবে। আর ভিডিও ধারণ বন্ধ করতে চাইলে লাল রঙের মাঝের স্টপ বা বন্ধ বাটনে ট্যাপ করুন।

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প