হোম > প্রযুক্তি

ভেজা আইফোন চালভর্তি ব্যাগে রাখা বিপজ্জনক, সতর্ক করল অ্যাপল

অনলাইন ডেস্ক

অনলাইনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরামর্শ রয়েছে। এর মধ্যে দুর্ঘটনাবশত মোবাইল ফোন পানিতে পড়ে বা ভিজে গেলে তা শুকাতে চালভর্তি ব্যাগে ফোন রাখার পরামর্শ বেশ জনপ্রিয়। তবে অনলাইনে প্রচারিত এই পদ্ধতি বিপজ্জনক বলে সতর্ক করেছে অ্যাপল। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাপল দেখেছে, এই পদ্ধতি ব্যবহার করে ফোনের কোনো উপকার হয় না বরং এটি আইফোনের ক্ষতি করতে পারে। 

এক নির্দেশিকায় অ্যাপল বলেছে, চালের একটি ছোট কণাও আইফোনের ভেতরে প্রবেশ ডিভাইসটি ক্ষতি করতে পারে। এই পদ্ধতির পরিবর্তে আলতোভাবে ফোনের ওপরের পানি মুছে ফেলতে হবে, হাতের ওপর ট্যাপ করতে হবে ও নিজে থেকেই শুকাতে দিতে হবে। 

এছাড়া অ্যাপল আরও কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করছে। ফোন শুকানোর জন্য বাইরে থেকে গরম বাতাস দেওয়ার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে কোম্পানিটি। যেমন–রেডিয়েটর বা হেয়ারড্রায়ার ব্যবহার করে ফোনের ওপর গরম বাতাস দেওয়া হয়। 

আর ডিভাইসের পোর্টগুলোর ভেতরে তুলা বা কাপড় ঢুকিয়ে শুকানোর চেষ্টা করা উচিত নয়। 

এসব পদ্ধতি ব্যবহারের পরিবর্তে ফোনটিকে একটি চার্জারের সঙ্গে পুনরায় সংযোগ করার আগে ‘কিছু বায়ুপ্রবাহসহ শুষ্ক এলাকায়’ রেখে দেওয়ার পরামর্শ দেয় অ্যাপল। কমপক্ষে ৩০ মিনিট ডিভাইসটি শুকানো পর চার্জ দেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে ডিভাইসটি ভেজা থাকলে আরও কিছু সময় শুকানোর জন্য রেখে দেওয়া উচিত। 

আইফোন ১২ এর পরের মডেলগুলো ৬ মিটার পর্যন্ত গভীর পানিতে আধা ঘণ্টা পর্যন্ত ডুবানো যায়। 
এখন অনেকই তাই আইফোন দিয়ে পানির ভেতরের ভিডিও ধারণ করে ও ছবি তুলে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন