Ajker Patrika
হোম > প্রযুক্তি

মালয়েশিয়ায় একীভূতকরণে উচ্চপর্যায়ের আলোচনায় আজিয়াটা-টেলিনর 

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় একীভূতকরণে উচ্চপর্যায়ের আলোচনায় আজিয়াটা-টেলিনর 

কোম্পানি একীভূতকরণে উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে মালয়েশীয় বহুজাতিক টেলিকম কোম্পানি আজিয়াটা এবং নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনর। আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুটি কোম্পানি জানিয়েছে, আলোচনা সফল হলে মালয়েশিয়ায় টেলিনরের ডিজি ডটকম এবং সেলকম আজিয়াটা বারহাড উভয়ই সমপরিমান ৩৩ দশমিক ১ শতাংশ শেয়ার পাবে। এছাড়া মালয়েশিয়ার  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একীভূত নতুন কোম্পানিতে কমপক্ষে ১৭ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ করতে পারবেন।

আজিয়াটা জানিয়েছে, সামগ্রিকভাবে স্থানীয় কোম্পানির মোট শেয়ার যাতে ৫১ শতাংশের বেশি হয় সেটি নিশ্চিত করা হবে। আর নতুন কোম্পানির নাম হবে সেলকম ডিজি বিএইচডি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় আজিয়াটা এবং টেলিনর একীভূতকরণ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে। 

আজিয়াটা বলছে, মালয়েশিয়ায় টেলিযোগাযোগ পরিষেবা সংস্থাগুলোর মধ্যে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই টেলিনরের সঙ্গে একীভূত হচ্ছে তারা।

এর আগে ২০১৯ সালে পদ্ধতিগত জটিলতার কারণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় একীভূত হয়নি টেলিনর এবং আজিয়াটা। গত বছর টেলিনরের পক্ষ থেকে বলা হয়, তারা এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোকে একটি একক সত্তার আওতায় আনার চেষ্টা করছে। এতে এই অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা ও চুক্তির কাজটি সহজ হবে বলে তাদের ধারণা।

মালয়েশিয়ায় গ্রাহক সংখ্যার দিক থেকে টেলিনরের ডিজি দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর কোম্পানি। একই মানদণ্ডে আজিয়াটার সেলকম মালয়েশিয়ায় তৃতীয় বৃহৎ।

উল্লেখ্য, নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর এশিয়ায় বাংলাদেশ, থাইল্যান্ড এবং মিয়ানমারেও কার্যক্রম পরিচালনা করছে।

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে