হোম > প্রযুক্তি

অ্যাপল-আমাজনকে টেক্কা দিতে মাঠে স্পটিফাই 

প্রযুক্তি ডেস্ক

অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মকে টেক্কা দিতে জোরেশোরে মাঠে নেমেছে স্পটিফাই। এবার গ্রাহকদের আকৃষ্ট করতে ‘নেটফ্লিক্স হাব’ চালু করেছে এই জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, এই নতুন মিউজিক হাবের মাধ্যমে শ্রোতারা খুব সহজেই নেটফ্লিক্সের বিভিন্ন টিভি শো, সিনেমার সাউন্ডট্র্যাক ও পডকাস্ট উপভোগ করতে পারবেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্লগপোস্টে নেটফ্লিক্স হাবকে একটি ‘ফিচার’ হিসেবে উল্লেখ করেছে স্পটিফাই। এই সুইডিশ কোম্পানি বলছে, প্রিমিয়াম ছাড়াও শ্রোতারা বিনা মূল্যেই মানি হেইস্ট ও ব্রিজারটনের মতো টিভি শোগুলোর অফিশিয়াল সাউন্ডট্র্যাক উপভোগ করতে পারবেন এখানে। শুধু তাই নয়, ‘ওকে’, ‘নেটফ্লিক্স ইজ আ ডেইলি জোক’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো পডকাস্টগুলো এতে পাওয়া যাবে। 

রয়টার্স বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই মিউজিক প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা উল্লেখজনক হারে বেড়েছে। করোনা মহামারিতে স্পটিফাই বেশ লাভবান হয়েছে। এ সময় মানুষের বিনোদনের বেশ বড় এক মাধ্যম হয়ে উঠেছিল স্পটিফাইয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো। ধারণা করা হচ্ছে, অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতেই তাদের এই নতুন সংস্করণ। 

আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও ভারতের গ্রাহকেরা এই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে জানিয়েছে স্পটিফাই। এর আগে ২০১৯ সালের শুরুতে ডিজনির সহযোগিতায় স্পটিফাই চালু করেছিল ডিজনি হাব।  

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন