হোম > প্রযুক্তি

গুগলের পিক্সেল ফোন ও ড্রোন তৈরি হবে ভারতে

অনলাইন ডেস্ক

ভারতে শিগগরিই পিক্সেল ফোন ও ড্রোন তৈরি করবে টেক জায়ান্ট গুগল। ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুতে অবস্থিত ফক্সকনের কারখানায় এসব তৈরি হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
 
পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অন্য কোনো দেশে পণ্য তৈরি করতে চাচ্ছে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলো। তাই পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলোর কাছে বড় গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। এ জন্য পিক্সেল ফোন তৈরির জন্য ভারতকে বেছে নিয়েছে গুগল। 

২০২৩ সালে ভারতে পিক্সেল ফোন তৈরি করবে বলে ঘোষণা দেয় গুগল। পিক্সেল ৮ সিরিজের মাধ্যমে ভারতে পণ্য উৎপাদন শুরু করার কথা জানালেও কোন কারখানায় এটি তৈরি করা হবে, তা জানায়নি এই কোম্পানি। 

এক ব্লগ পোস্টে গুগল বলেছে, ‘পিক্সেল স্মার্টফোনের জন্য ভারতের বাজার অগ্রাধিকার পাবে। দেশটির মানুষের কাছে সেরা হার্ডওয়্যার ও অন্তর্নিহিত সফটওয়্যার আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ 

বিবিসিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যালফাবেটের গুগল তামিলনাড়ুতে পিক্সেল স্মার্টফোনের উন্নত সংস্করণ তৈরি করবে এবং চলতি বছরই উৎপাদন শুরু হবে। এ জন্য গুগল ও ফক্সকনের চুক্তি স্বাক্ষরও হয়েছে। 

বর্তমানে তামিলনাড়ুতে ফক্সকনের দুটি কারখানা রয়েছে। এর মধ্যে একটি চেন্নাই শহরের কাছে অবস্থিত। এই কারখানায় অ্যাপলের আইফোনও অ্যাসেম্বল তৈরি করা হয়। স্যামসাংও স্মার্টফোনগুলোর আসেম্বল শুরু করেছে ভারতে। 

রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি কোম্পানিটির কর্মকর্তাদের বৈঠকের পর তামিলনাড়ুতে ফোন তৈরি সিদ্ধান্ত নিয়েছে গুগল। 

এক বিবৃতিতে তামিলনাড়ুর রাজ্য সরকার বলেছে, গুগলের কর্মকর্তারা শিগগিরই চেন্নাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও দেখা করবেন।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন