হোম > প্রযুক্তি

গ্রামীণ নারী উদ্যোক্তাদের পণ্য সারা দেশে পৌঁছে দেবে পেপারফ্লাই

প্রযুক্তি ডেস্ক

গ্রামীণ নারী উদ্যোক্তাদের মার্কেটপ্লেস লালসবুজ ডটকমের পণ্য সারা দেশে পৌঁছে দেবে প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত লালসবুজ ডটকমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ সম্প্রতি এই সেবা প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

এই চুক্তি অনুসারে পেপারফ্লাই তাদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকের কাছে পৌঁছে দেবে লালসবুজ ডটকমের পণ্য। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লালসবুজ ডটকমের পক্ষ থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন পরিচালক রুবায়েত বিন আরিফ, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুহাম্মদ নাজমুল আহসান, সিনিয়র সফটওয়্যার এক্সিকিউটিভ মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

আর পেপারফ্লাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস সাজ্জাদুল ইসলাম ফাহমি, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস আফসানা ইয়াসমিন।

এই চুক্তির বিষয়ে পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, গ্রামীণ নারীদের মাধ্যমে পরিচালিত লালসবুজ নারীদের সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে, পেপারফ্লাই এর অংশ হতে পেরে গর্বিত। 

এ প্রসঙ্গে লালসবুজ ডটকমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান বলেন, লালসবুজ ডটকম নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা বড় ভূমিকা রাখতে চায়। তাই অগণিত নারী উদ্যোক্তার পণ্য ডিজিটাল ক্রেতাদের কাছে ই-কমার্সের মাধ্যমে পৌঁছে দিয়ে তাঁদের স্বাবলম্বী করাই লালসবুজ ডটকমের উদ্দেশ্য।

লালসবুজ ডটকম গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য একটি মার্কেটপ্লেস, যা তথ্য আপা প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্প মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে 'জাতীয় মহিলা সংস্থা'। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট এই ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য সব কারিগরি সহায়তা প্রদান করছে। ১৪৭০ জন তথ্য আপার (তথ্য সেবা প্রদানকারী নারী কর্মী) মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাও এই মার্কেটপ্লেসে তাঁদের পণ্য তুলে ধরেছেন।

২০১৬ সাল থেকে ডোর স্টেপ ডেলিভারি এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানের গ্রাহক সেবার মাধ্যমে পথ চলা শুরু করে পেপারফ্লাই। এ ছাড়া তারা নিয়ে এসেছে এক ঘণ্টায় মার্চেন্ট পেমেন্ট, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক এবং আরও নানা সুবিধা। পেপারফ্লাই তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো পণ্য পৌঁছে দিতে পারে বাংলাদেশের যেকোনো  প্রান্তে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন