হোম > প্রযুক্তি

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫। ছবি: ইভান ব্লাস

দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।

গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ + এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য উন্মুক্ত করে। এর পর ২১ দিন পেরিয়ে গেছে। এই স্বল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৫ সিরিজের এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।

এর ফলে দেশীয় বাজারে এক মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড অর্জনকারী সবচেয়ে দ্রুততম স্মার্টফোন লাইনআপ হয়ে উঠেছে গ্যালাক্সি এস২৫ সিরিজ। এর আগে এই রেকর্ডটি ছিল গ্যালাক্সি নোট ১০ সিরিজের, যা ২৫ দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ইউনিট বিক্রি করেছিল। তবে গ্যালাক্সি এস২৫ সিরিজ সেই রেকর্ডটি ৪ দিন আগেই ভেঙে ফেলেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের প্রধান বিক্রির কারণ ছিল এর নকশা, পারফরম্যান্স, সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের সুবিধা এবং গ্যালাক্সি এআই। নতুন গ্যালাক্সি এআই সাবস্ক্রিপশন ক্লাব, যা গ্রাহকদের নতুন ফোনে আপগ্রেডের প্রক্রিয়া আরও সহজ করেছে, যা এসব ফোনের বিক্রিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে।

গ্যালাক্সি এস২৫ সিরিজের ক্রেতাদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি গ্যালাক্সি এস২৫ আলট্রা বেছে নিয়েছেন। এই ফোনের সবচেয়ে জনপ্রিয় রং হলো—টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম সিলভার ব্লু। অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাসের মধ্যে জনপ্রিয় রং ছিল সিলভার শ্যাডো এবং আইস ব্লু।

অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো এই সিরিজের জন্য ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হয়।

নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও রয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপল্যায়েন্স, স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি ব্যবহার করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যায়। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।

তথ্যসূত্র : স্যাম মোবাইল

এআইয়ের বাজার দাঁড়াবে ৪.৮ ট্রিলিয়ন ডলার, হুমকিতে ৪০ শতাংশ চাকরি

অনলাইনে রেস্টুরেন্ট রিজার্ভেশন ও টিকিট বুকিং করে দেবে মাইক্রোসফটের এআই

২০ হাজার টাকায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ১৩ এক্স

ইসরায়েলি নজরদারি টুল ব্যবহার করছে বিশ্বের ছয় দেশ

ফেসবুক রিল বানানোর সঠিক পদ্ধতি

অক্টোবরেই অচল হবে ২৪ কোটি কম্পিউটার, সচল রাখার বিকল্প উপায় কী

টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে