হোম > প্রযুক্তি

আমাজনের ২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন জেফ বেজোস

অনলাইন ডেস্ক

আমাজনের প্রায় ২০০ কোটি ডলারে ১২০ লাখ শেয়ার বিক্রি করে দিলেন ই–কমার্স জায়ান্টটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে এসব শেয়ার বিক্রি করেন তিনি। কোম্পানির নথির বরাত দিয়ে রয়টার্স এতথ্য দিয়েছে।

বেজোসের হাতে থাকা কোম্পানির ৫ কোটি শেয়ার বিক্রির তথ্য গত সপ্তাহেই এক ঘোষণায় জানায় আমাজন। তবে এই শেয়ার বিক্রির পরিকল্পনা নেওয়া হয় গতবছরই। ২০২৩ সালের ৮ নভেম্বর শেয়ার বিক্রির জন্য কতগুলো শর্তও নির্ধারণ করা হয়।

কোম্পানিটির বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুসারে, এই শেয়ার বিক্রির কার্যক্রম ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। 

বই বিক্রির মাধ্যমে ১৯৯৪ সালে আমাজন প্রতিষ্ঠা করেন বেজোস। ২০২১ সাল পর্যন্ত তিনি কোম্পানিটির প্রধান নির্বাহী ছিলেন। ওই বছর তিনি পদ ছেড়ে দিয়ে নির্বাহী চেয়ারম্যান হন। এখনও সেই দায়িত্বেই আছেন তিনি।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০ হাজার কোটি ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এখন বেজোস। 

২০০২ সাল থেকে আমাজনের প্রতিষ্ঠাতা প্রায় ৩ হাজার কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে সর্বমোট ২ হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। 

গত নভেম্বরে বিভিন্ন অলাভজনক সংস্থাকে তিনি ২৩ কোটি ডলারের শেয়ার উপহার দিয়েছেন।

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন