অনলাইন ডেস্ক
নানা প্রয়োজনে বন্ধু বা সহকর্মীদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পর সেসব ডিভাইসে লগ আউট করতে ভুলে যায় অনেকেই। তবে এর মাধ্যমে নিজের তথ্যের গোপনীয়তা বিঘ্ন হতে পারে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি তৈরি হয়।
তাই শুধু মাত্র যেসব ডিভাইস প্রতিদিন ব্যবহার করেন সেগুলোতেই লগ ইন থাকা ভালো। সব ডিভাইস থেকে লগ আউট করার পদ্ধতিটি খুব সহজ। লগইন করা ডিভাইসের সামনে না থেকেও গুগল অ্যাকাউন্ট থেকে লগ আউট করা যায়।
ডেস্কটপ ব্যবহার করে সব ডিভাইস থেকে সাইন আউট করবেন যেভাবে
১. ডেস্কটপ থেকে পছন্দের ‘ওয়েব ব্রাউজার’ খুলুন এবং ‘গুগল অ্যাকাউন্ট সাইন ইন ’ সার্চ করুন। এবার সেই সাইটে প্রবেশ করুন। আগে থেকেই আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে পাসওয়ার্ড ও ইমেইল আইডি দিয়ে সাইন ইন করুন।
২. সাইন ইন করার পর ডানপাশের সাইডবার থেকে ‘সিকিউরিটি’ অপশনটি নির্বাচন করুন।
৩. এরপর ডান পাশে নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর ডিভাইসেস’ সেকশন খুঁজে বের করুন। এরপর ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে ক্লিক করুন।
৪. এখানে যেসব ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগ ইন আছে তার তালিকা দেখতে পারবেন। যে ডিভাইসটি সাইন আউট করতে চান তা নির্বাচন করুন।
একটি ডিভাইসে একাধিক সেশন থাকে। তবে আপনাকে প্রতিটি সেশন আলাদাভাবে সাইন আউট করতে হবে। এখানে সেশন হলো কবে কোন সময়ে আপনি কোন ডিভাইসে লগ ইন করেছেন।
৫. ডিভাইসের ডান পাশের ‘তীর’ চিহ্নে ক্লিক করুন। পরের পেজে আপনি সেই ডিভাইসের বিস্তারিত তথ্য এবং ওই ডিভাইসে ব্যবহৃত গুগল সেবা দেখতে পাবেন।
৬. এখন এই পেজে থাকা ‘সাইন আউট’ অপশনটি ক্লিক করুন।
৭. এরপর একটি পপ আপ নোটিফিকেশন দেখা যাবে। এখানে আবার ‘সাইন আউট’ অপশনে ক্লিক করুন। এভাবে ওই ডিভাইস থেকে গুগলের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে।
আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সাইন আউট করবেন যেভাবে
আইফোন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েড ডিভাইসের কোনো ব্রাউজার ব্যবহার করেও একই প্রক্রিয়ায় গুগল অ্যাকাউন্ট লগ আউট করা যাবে। এভাবে তালিকা থেকে একটি একটি করে ডিভাইস থেকে লগ আউট করা যাবে।
১. আইফোন বা অ্যান্ড্রয়েড থেকে পছন্দের ‘ওয়েব ব্রাউজার’ খুলুন এবং ‘গুগল অ্যাকাউন্ট সাইন ইন’ সার্চ করুন। এবার সেই সাইটে প্রবেশ করুন। আগে থেকেই আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে পাসওয়ার্ড ও ইমেইল আইডি দিয়ে সাইন ইন করুন।
২. সাইন ইন করার পর ওপরের অপশনগুলো ডান থেকে স্ক্রল করে ‘সিকিউরিটি’ অপশনটি নির্বাচন করুন।
৩. এরপর নিচে স্ক্রল করে ‘ইউওর ডিভাইসেস’ সেকশন খুঁজে বের করুন। এরপর ‘ম্যানেজ অল ডিভাইসেস’ অপশনে ক্লিক করুন।
৪. এখানে যেসব ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগ ইন আছে তার তালিকা দেখতে পারবেন। যে ডিভাইসটি সাইন আউট করতে চান তা নির্বাচন করুন।
একটি ডিভাইসে একাধিক সেশন থাকে। তবে আপনাকে প্রতিটি সেশন আলাদাভাবে সাইন আউট করতে হবে।
৫. ডিভাইসের ডান পাশের ‘তীর’ চিহ্নে ক্লিক করুন। পরের পেজে আপনি সেই ডিভাইসের বিস্তারিত তথ্য এবং ওই ডিভাইসে ব্যবহৃত গুগল সেবা দেখতে পাবেন।
৬. এখন এই পেজে থাকা ‘সাইন আউট’ অপশনটি ক্লিক করুন।
৭. এরপর একটি পপ আপ নোটিফিকেশন দেখা যাবে। এখানে আবার ‘সাইন আউট’ অপশনে ক্লিক করুন। এভাবে ওই ডিভাইস থেকে গুগলের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে।
তথ্যসূত্র: হাও টু গিক