এ সময় ল্যাপটপ বা নোটবুক ছাড়া নিজেকে কল্পনা করা বেশ কষ্টকর। সিনেমা দেখা, গান শোনা, অফিসের কাজ, লেখালেখি; যাবতীয় কাজের কাজি যেন এই ল্যাপটপ। এ ছাড়া সহজে বহনযোগ্য বলেও দিন দিন বৃদ্ধি পেয়েছে এর ব্যবহার। এর ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একে দীর্ঘদিন ভালো রাখাও জরুরি। তাই নিয়ম করে ল্যাপটপের কিছু যত্নআত্তি করলে দীর্ঘদিন ভালো থেকে আপনাকে সেরাটাই উপহার দেবে আপনার ল্যাপটপ।