হোম > প্রযুক্তি

চলতি সপ্তাহে টুইটারের কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ইলন মাস্ক

টুইটার কেনার চুক্তির পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো এর কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন ইলন মাস্ক। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল কর্মীদের কাছে ই-মেইলের মাধ্যমে এ কথা জানিয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

টুইটারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, মাস্ক চলতি সপ্তাহেই টুইটারের সব কর্মীদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আলোচনায় মাস্ক টুইটারের কর্মীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনবেন।

এর আগে ইলন মাস্ক টুইটার কর্তৃপক্ষের কাছে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে উপযুক্ত তথ্য চান। টুইটারকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে না পারলে তিনি টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসবেন।

চলতি বছরের মার্চেই ইলন মাস্ক বলেছিলেন তিনি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন। সে সময় তিনি বলেছিলেন, তিনি আশা করেন, টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেবে।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ