Ajker Patrika
হোম > প্রযুক্তি

অ্যাপলের সিইওকে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বলল চীন

অনলাইন ডেস্ক

অ্যাপলের সিইওকে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বলল চীন

ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অ্যাপলের সিইও টিম কুককে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বললেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং। আইফোন ১৫ বাজারে ছাড়ার পর বেইজিংয়ে আকস্মিক সফরে গেলে তাঁকে এই আহ্বান জানানো হয় বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

চীনের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ আরোপ এবং চীনা কোম্পানি হুয়াওয়ে ও মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের মধ্যে তীব্র প্রতিযোগিতার মধ্যে কুক এই সফর করছেন। 

এক গবেষণায় কাউন্টারপয়েন্ট বলেছে, প্রথম ১৭ দিনে চীনে যতটি আইফোন ১৫ বিক্রি হয়, তা আইফোন ১৪ বিক্রির চেয়ে ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে গবেষণায় প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি। 

সেপ্টেম্বরে রাষ্ট্রীয় কর্মচারীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। কিছু কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মীদের কর্মক্ষেত্রে অ্যাপল হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় রেডিও অনুসারে গত বৃহস্পতিবার এক বৈঠকে কুককে সুয়েসিয়াং বলেন, অ্যাপলসহ বিদেশি অর্থায়নের বিভিন্ন উদ্যোগের বিকাশে আরও সুযোগ দিতে ইচ্ছুক চীন। 

কুক বলেন, চীনের বাজারের সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী অ্যাপল। উচ্চ পর্যায়ের উৎপাদন ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারেও ইচ্ছুক। 

চীনে উন্নত চিপ রপ্তানিতে এই সপ্তাহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেনের প্রশাসন। চীনের সামরিক বাহিনীর আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে এই পদক্ষেপ নেওয়া হয়। 

চীন দূতাবাসের এক মুখপাত্র জানান, নতুন বিধিনিষেধের ঘোর বিরোধী চীন। নির্বিচারে এ ধরনের বাধা দেওয়া বা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জোরপূর্বক সরবরাহ বন্ধ করা বাজার অর্থনীতির নীতির লঙ্ঘন। পাশাপাশি এই উদ্যোগ আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নতুন আইন প্রণয়নের বিষয়ে চীনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে

অধিকাংশ স্টেকহোল্ডারের সমর্থনেই সংস্কার করা হবে: বিটিআরসি চেয়ারম্যান

স্মার্ট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা দিতে ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

বিনা মূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই কোডিং টুল

রিলসের জন্য আলাদা অ্যাপ চালু করবে ইনস্টাগ্রাম