Ajker Patrika
হোম > প্রযুক্তি

অবরুদ্ধ গাজায় ভার্চুয়াল রিয়্যালিটি গেম 

প্রযুক্তি ডেস্ক

অবরুদ্ধ গাজায় ভার্চুয়াল রিয়্যালিটি গেম 

ফিলিস্তিনের গাজায় চালু হয়েছে প্রথম ভার্চুয়াল রিয়্যালিটি গেম ক্যাফে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, অবরুদ্ধ গাজায় যে তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, মূলত তাদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাফেটির মালিক। 

গান, খেলাধুলাসহ ভ্রমণও করতে পারবেন ভার্চুয়াল রিয়্যালিটির এই কাল্পনিক দুনিয়ায়। ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তির স্বাদ পেতেই মূলত এখানে সবাই আসে।’ 

ইসরায়েলের নিয়ন্ত্রণ এবং মিশর সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ মানুষই গাজা থেকে বের হতে পারেন না। শিশু–কিশোরদের জন্য বিনোদন এবং কঠিন অবস্থা থেকে সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে এই ভিআর স্টেশন। 

২২ বছর বয়সী ইউসুফ আল-কাদেরি নামে এক গাজাবাসী বলেন, ‘আমি এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে অনেক শহর, পর্বত, বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করি যেখানে বাস্তবে আমাদের পক্ষে ভ্রমণ করা অসম্ভব।’

১৬ বছর বয়সী কিশোরী নিসরীন শামালখ বলে, ‘অবরুদ্ধ থাকার ফলে আমরা তো কোথাও ভ্রমণ করতে পারি না। আমরা এই ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে সেসব অপূর্ণতা পূরণ করি।’

ভিআর স্টেশনটির মালিক ফিরাস আল-খোদারি বলেন, ‘ভার্চুয়াল অ্যাকশন এবং কমব্যাট গেমসগুলো এখানের তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তবে তরুণীরা ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে খেলাধুলা, গান এবং ভ্রমণ করতে পছন্দ করেন।’

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপে থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২৫

দেশে উন্মোচিত হলো সি লায়ন ৬

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার