Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগল মেসেজে আসছে ফটোইমোজি ফিচার

অনলাইন ডেস্ক

গুগল মেসেজে আসছে ফটোইমোজি ফিচার

মেসেজিংয়ের জন্য ফটোইমোজি ফিচার নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে কোনো মেসেজের রিঅ্যাকশনে ‘কাস্টম ইমোজি’ ব্যবহার করা যাবে। ফিচারটি অ্যাপল ও স্যামসাংয়ের ডিভাইসের ইমেজ ক্লিপিংয়ের মতো কাজ করবে। 

গুগল এক ব্লগ পোস্টে বলেছে, গ্রাহকের পছন্দের ছবিকে রিঅ্যাকশনে পরিণত করতে সাহায্য করবে এই ফিচার। 

‘ক্রিয়েট’ বাটনে চাপ দিলে ছবি বাছাই করার জন্য আপনার গ্যালারি দেখানো হবে। ছবি: নাইনটুফাইভগুগল এখন গুগল মেসেজের বেটা টেস্টার প্রোগ্রামের কিছু গ্রাহক ফিচারটি ব্যবহার করতে পারছেন। পরে এই ফিচার প্ল্যাটফর্মটির অন্য ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে। যদি কম্পোজ ফিল্ডে ইমোজি বাটনের ওপর একটি বৃত্তাকার ব্যাজ দেখা যায়, তাহলে বোঝা যাবে ফিচারটি গ্রাহকের ডিভাইসে ব্যবহার করা যাবে। কোনো টেক্সট মেসেজে চাপ দিয়ে ধরে রাখলে ইমোজি পিকার ও ইমোজি বার- উভয় স্থানে ফটোইমোজি ফিচার দেখা যাবে। 

‘ক্রিয়েট’ বাটনে চাপ দিলে ছবি বাছাই করার জন্য আপনার গ্যালারি দেখানো হবে। সেখান থেকে পছন্দমত ছবি দিয়ে দ্রুত ইমোজি তৈরি করা যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এজন্য আলাদা করে গ্রাহককে ছবি ক্রপ করতে হবে না। 

ইমোজি ট্যাবের পাশে একটি কাস্টম ট্যাবও দেখা যাবে। ছবি: নাইনটুফাইভগুগলকাস্টম ইমোজি তৈরি হলে গুগল মেসেজের টেক্সটের রিঅ্যাকশন দিতে এটি ব্যবহার করা যাবে। এছাড়া ইমোজি ট্যাবের পাশে একটি কাস্টম ট্যাবও দেখা যাবে। এখানে আগের তৈরি ও অন্য ব্যবহারকারীরা যেসব ইমোজি পাঠিয়েছে তা সংরক্ষিত থাকবে। এগুলো ‘অল’, ‘ইউওরস’ ও ‘আদারস’ ফিল্টার ব্যবহার করে ইমোজিগুলো আলাদাভাবে দেখা যাবে।

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ